রাঙামাটির দর্শনীয় স্থান (ভ্রমণ সংক্রান্ত তথ্য ও ভ্রমন গাইড)
চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বৃহত্তম জেলাটির নাম হল রাঙ্গামাটি। এই জেলাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হিসেবে সর্ব সাধারণের কাছে পরিচিত। এখানে ১১ টি জনগোষ্ঠীর (রাখাাইন, সুজে সাওতাল, লুসাই, চাক পাংখোয়া, খেয়াং, খুমি, বোম, মুরৎ, ত্রিপুরা, চাকমা) মানুয় বসবাস করে। অতীতে মানুষ রাঙ্গামাটিকে কার্পাস মহল নামে জানতো। সাধারণ মানুষের ধারণায়, অতীত কালে এই রাঙামাটিতে প্রচুর পরিমাণে কার্পাস তুলা চাষ করা হতো। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রাঙামাটিকে রূপের রানী হিসেবে ডাকা হয়।
রাঙামাটির দর্শনীয় স্থানসমূহঃ
পাহাড়ের গাঁ ঘেসা সবুজের সমারোহ একজন ভ্রমণ মানুষকে আকর্ষিত করে থাকে। ভ্রমণপিপাসু মানুষের কাছে রাঙ্গামাটি অন্যতম একটি ভ্রমণের জায়গা হিসেবে স্থান করে নিয়েছে। এখানকার দর্শনীয় স্থান গুলোর নাম নিচে উল্লেখ করা হলোঃ
১. কাপ্তাই লেক
২. পর্যটন মোটেল
৩. ঝুলন্ত সেতু
৪.শুভলং ঝর্ণা
৫. শুকনাছড়া ঝর্ণা
৬. ধুপপানি ঝর্ণা
৭. মুপ্লোছড়া ঝর্ণা
৮. পেদা টিংটিং
৯. টুকটুক ইকো ভিলেজ
১০.রাইংখ্যং পুকুর
১১. রাজবন বিহার
১২. চাকমা রাজ রাজবাড়ি
১৩. কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র
১৪. চিৎমরম বৌদ্ধ বিহার
১৫. সাজেক ভ্যালী
১৬. ন-কাবা ছড়া ঝর্ণা
১৭. বেতুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র
১৮. কাট্টলী বিল
১৯. তিনটিলা বনবিহার
২০.হাজাছড়া ঝর্ণা
২১. হ্যাপি আইল্যান্ড
২২. পলওয়েল পার্ক
২৩. কমলক ঝর্ণা
২৪. বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতিসৌধ
২৫. লেক ভিউ আইল্যান্ড
২৬. আরণ্যক হলিডে রিসোর্ট
- সিলেট ভ্রমণের সকল তথ্য (দর্শনীয় স্থান এবং ভ্রমণ গাইড)
- কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? (ভ্রমণের সকল তথ্য)
ঢাকা থেকে রাঙ্গামাটিঃ
ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল প্রতিটি বাসটার্মিনাল থেকে রাঙামাটির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। সকাল ৬টা থেকে শুরু করে রাত্রি ১০ টা পর্যন্ত ভিন্ন ভিন্ন কোম্পানির (শ্যামলি, বিআরটিসি, রবি এক্সপ্রেস ,সেন্টমাটিন পরিবহন, রিলাক্স ট্রান্সপোর্ট, ইউনিক সার্ভিস, হানিফ এন্টারপ্রাইজ, এস.আলম সার্ভিস) গাড়ি চলাচল করে। এবাস গুলোর ভাড়া ৮০০-২০০০ টাকা পর্যন্ত হতে পারে।
চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিঃ
চট্টগ্রাম শহর থেকে পূর্ব দিকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার। আপনি যদি চান চট্টগ্রাম থেকেও রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন। চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে রাঙামাটির উদ্দেশ্যে সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত লোকাল বাস চলাচল করে থাকে। এসব বাদ গুলোর ভাড়া ১০০ থেকে ১৫০ টাকার ভিতরে।
চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পর্যন্ত লোকাল বাসে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত। আপনি চাইলে চট্টগ্রাম বিআরটিসি, ইউনিক হানিফ পরিবহনে রাঙ্গামাটি যেতে পারবেন। এগুলোতে সময় লাগে ২ঘন্টা থেকে ২ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়াও আপনি নিজের প্রাইভেট কার, মাইক্রোবাস ভাড়া করে রাঙ্গামাটি যেতে পারেন।
ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিঃ
আপনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে রাঙ্গামাটি যেতে পারবেন। প্রখমে আপনাকে ঢাকার যেকোনো একটি রেল স্টেশন (কমলাপুর বা বিমানবন্দর) থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে অনেক ট্রেন ( চট্টলা এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস (৭৪২), চট্টগ্রাম মেইল, মহানগর প্রভাতী (৭০৪), সুবর্ণা এক্সপ্রেস (৭০২), মহানগর এক্সপ্রেস (৭২২), সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮), মেইল ট্রেন) ছেড়ে যায় । একটি কথা বলে রাখা ভালো, প্রতিটি ট্রেনই সাপ্তাহিক ভাবে যেকোন একটি নির্দিষ্ট দিনে বন্ধ থাকে। এ সকল ট্রেনগুলোর ভাড়া ১০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছানোর পর যেকানো বাসস্টান্ড থেকে মাইক্রোবাস, লোকাল বাস, প্রাইভেট কার, যে কোন একটি ভাড়া করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হতে পারেন।
১. চট্টলা এক্সপ্রেস
২. কর্ণফুলী এক্সপ্রেস
৩. তূর্ণা এক্সপ্রেস (৭৪২)
৪. চট্টগ্রাম মেইল
৫. মহানগর প্রভাতী (৭০৪)
৬. মেইল ট্রেন
৭. সুবর্ণা এক্সপ্রেস (৭০২)
৮. মহানগর এক্সপ্রেস (৭২২)
৯. সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮)
রাঙামাটিতে থাকার জায়গাঃ
প্রতিটি পর্যটন এলাকায় থাকার জন্য বিভিন্ন ধরনের হোটেল ও রিসোর্ট থাকে এক্ষেত্রে রাঙামাটি তার কোন অংশে ব্যতিক্রম নয়। এখানে থাকার জন্য ভালো ও মোটামুটি মানের হোটেল ও রিসোর্ট। ভালো ও মোটামুটি মানের হোটেল গুলোর নাম নিচে দেওয়া হলোঃ
১. হোটেল আনিকা
২. টুকটুক ইকো ভিলেজ
৩. সুফিয়া
৪. হোটেল গ্রীন ক্যাসেল
৫. হিল গেস্ট হাউজ
৬. মোটেল জর্জ
৭. নীডস হিল ভিউ
৮. ভিগনিটি
৯. সমতা
১০. সৈকত
১১. মধুমিতা
এসব হোটেল গুলোর ভাড়া ৩০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনারা পছন্দমত যে কোন মানের হোটেল রাঙ্গামাটিতে গিয়ে খুঁজে নিতে পারবেন।
রাঙামাটি ভ্রমণ করার উপযুক্ত সময় কোনটি?
সাধারণত শীতের মৌসুম রাঙামাটি ভ্রমণের উপযুক্ত সময় মনে করা হয় । এসময় রাঙামাটি তার প্রাকৃতিক সৌন্দর্যকে আপন রুপে ফুটিয়ে তোলে। আপনি চাইলে বছরের সব সময়ই রাঙ্গামাটি ভ্রমণ করতে পারেন। ভিন্ন সময় এখানকার প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটে।
- সুন্দরবন ভ্রমণের সকল তথ্য (দর্শনীয় স্থান এবং ভ্রমণ গাইড)
চাকরির নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য পেতে আমাদের ফেইজবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন । ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন ।