সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর গুলো যারা সংগ্রহ করতে চান, তাদেরকে আজকের পোস্টে জানাই স্বাগতম। কেননা আজ আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে আপনাদেরকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ mcq প্রশ্নগুলোর সাথে পরিচয় করাবো।
তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন অথবা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রিপারেশন নিচ্ছেন আশা করছি তাদের জন্য আজকের এই পোস্টটি হেল্পফুল হবে। তাহলে আসুন- সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩ সম্পর্কে অবগত হওয়া যাক।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩
২০২৩ সালে বাংলাদেশসহ পুরো বিশ্বে এমন অনেক কিছুতেই পরিবর্তন ঘটেছে। আর তাই যেকোনো চাকরির পরীক্ষায়– সেটা হোক ব্যাংক চাকরি, কোম্পানি চাকরি অথবা সরকারি কোন চাকরি। এমনকি বিসিএস সহ যেকোনো নির্বাচন পরীক্ষা। মূলত সব পরীক্ষাতেই সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। আর তাই প্রতিযোগিতামূলক এই পরীক্ষাতে ভালো ফলাফল আশা করলে অবশ্যই সাম্প্রতিক সাধারণ জ্ঞান গেইন করা জরুরি।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৩
বাংলাদেশ বিষয়াবলীর ওপর সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ:
১. মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীনে
✓মেট্রোরেল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে।
২. বঙ্গভবন তোষাখানা জাদুঘর কত সালের কোন তারিখে উদ্বোধন করা হয়?
✓২০২৩ সালের ২৪শে জানুয়ারি বঙ্গভবন তোষাখানা জাদুঘর উদ্ভাবন করা হয়।
৩. শিল্প মন্ত্রণালয় জাকিয়া সুলতানা কত তারিখে দায়িত্ব গ্রহণ করেন?
✓২০২৩ সালের ২৭ শে সেপ্টেম্বর
৪. সমাজকল্যাণ মন্ত্রণালয় মোঃ খাইরুল আলম শেখ কত তারিখে নিয়োগপ্রাপ্ত হন?
✓২০২৩ সালের ৫ অক্টোবর
৫. বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত?
✓ ১১,৯০,৬১,১৫৮
৬. জাপানে অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
✓ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত
৭. প্রথমবারের মতো করোনা ভাইরাস প্রতিরোধে চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম কোন বছরের কত তারিখে পরীক্ষামূলকভাবে শুরু হয়?
✓২০২২ সালের ২০ ডিসেম্বর
৮. বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর বিচারপতি এম ইনায়েতুর কত তারিখে নিয়োগ পান?
✓ ২০২৩ সালের ১৫ ই অক্টোবর
৯. বাংলাদেশের নিযুক্ত বিশ্বব্যাংকের বর্তমান কান্ট্রি ডিরেক্টর হিসেবে কে অবস্থান করছেন?
✓ আবদৌলায়ে শেখ
১০. বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
✓ সাকিব আল্লাহ হাসান
১১. অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য কী?
✓পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
১২. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
✓ ১১ জানুয়ারি ২০২৩
১৩.BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
✓বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
১৪. ২০২২ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
✓ ১৫ জন
১৫. বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন ২০২৩ অনুযায়ী বিপিএসসি কিভাবে গঠিত হয়?
✓২০২৩ অনুযায়ী বি পি এস সি একজন সভাপতি এবং ন্যূনতম ৬ জন ও অনূর্ধ্ব ২০ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয়
১৬. শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমী কোথায় স্থাপিত হয়?
✓ রংপুর
১৭. মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর পরিচালক কে?
✓খিজির হায়াত খান
১৮. বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
✓ ১৮৩টি
১৯. চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?
✓ মায়িশা রহমান ।
২০.জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
✓২০২৩ সালের ১৬ জানুয়ারি
২১. শেখ রাসেল শিশু পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
✓ নাটোরে
২২. কত সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র লাভ করার সিস্টেম চালু হয়?
✓ ২০২৩ সালের ৩১ শে জুলাই
২৩. মুজিব চলচ্চিত্রটির ট্রেলার আনুষ্ঠানিকভাবে কবে প্রকাশ পায়?
✓ ২০২৩ সালের ১ লা অক্টোবর অর্থাৎ এক তারিখে
২৪. মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তি পায় কবে?
✓ ১৩ ই অক্টোবর ২০২৩
২৫. মুজিব চলচ্চিত্রটি ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায় কোন মাসের কত তারিখে?
✓ চলচ্চিত্রটি অক্টোবর মাসের ২৭ তারিখে ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায়
২৬. মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রটি কত তারিখে নির্মাণ শুরু হয় এবং কোথায়?
✓ ২২ শে জানুয়ারি ২০২১ সালের ভারতের মুম্বাইয়ে নির্মাণ কার্য শুরু হয়
২৭. মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পোস্টার প্রকাশ পায় কত তারিখে?
✓ ২০২২ সালের ৩রা মে
২৮. অচিন মাঝি শিরোনামে গানটির গীতিকার এবং গায়ক কে?
✓ মুজিব চলচ্চিত্রের অচিন মাঝি গানে গীতিকার হলেন জাহিদ আকবর এবং কণ্ঠশিল্পী অর্থাৎ গায়ক হলেন রথী জিৎ ভট্টাচার্য।
২৯. মুজিব চলচ্চিত্রটির দৈর্ঘ্য কত?
✓ মুজিব চলচ্চিত্রের দৈর্ঘ্য 178 মিনিট
৩০. মুজিব চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় কত টাকা?
✓ মুজিব চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় মোটামুটি ৮৩ কোটি টাকা
৩১. ভিসা ছাড়াই ওমরা হো পালন করা হয় কত তারিখে?
✓ ২০২৩ সালের ৩রা অক্টোবর
৩২. বাংলাদেশের কোথায় দেশের সবচেয়ে উঁচু ঝরনা রয়েছে?
✓ বান্দরবানে
৩৩. বাংলাদেশের সবচেয়ে উচু ঝরনার নাম কি?
✓ লাংলোক
৩৪. জয়িতা টাওয়ার উদ্বোধন করা হয় কবে?
✓ জয়িতা টাওয়ার প্রথম উদ্বোধন করা হয় ২০২৩ সালের ১৭ অক্টোবর
৩৫. জয়িতা টাওয়ার তৈরিতে কত টাকা খরচ হয় এবং কত বিঘা জমির উপরে স্থাপিত হয়েছে?
✓ এক বিঘা জমির উপরে ১৬৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট জয়িতা টাওয়ার স্থাপিত হয়েছে
৩৬. কত সালে নবাব ৬ জন নেশা জমিদার বাড়ি জাদুঘর হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?
✓ ২০২৩ সালে
৩৭. ৩৯ জেলায় ১৫০ সেতু উদ্বোধন হয় কত তারিখে
✓ ২০২৩ সালের ১৯শে অক্টোবর ২৯ জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫০ টি সেতু উদ্বোধন করেন
৩৮. কত তারিখ থেকে মেট্রো রেলের নিরাপত্তায় এম আর টি পুলিশ নিয়োজিত রয়েছে?
✓ ২০২২ সালের ২৮ ডিসেম্বর
৩৯. বর্তমানে দেশের কতটি উপজেলায় কৃষক অ্যাপ চালু রয়েছে?
✓ ২৭২ টি উপজেলায় কৃষক এপ চালু রয়েছে
৪০. বাংলাদেশের প্রথম মনোত্তর কিডনি দাতা কে?
✓ সারাহ ইসলাম.
- সাধারণ জ্ঞান | বাংলাদেশ বিষয়াবলি | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
- সাধারণ জ্ঞান | আন্তর্জাতিক বিষয়াবলী | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
খেলা-ধুলা বিষয়াবলীর উপর সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ-
১. কোন খেলার সঙ্গে আগা খানকাপ জড়িত?
✓ হকি
২. ২০২৩ সালে বিশ্বকাপের প্রাইজমানি কত টাকা?
✓ চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা। অন্যদিকে রানার্স আপ এর জন্য ২১ কোটি ৯৪ লাখ টাকা, শ্রেণীতে বাদ পড়া দলের জন্য ৮ কোটি ৭৮ লাখ টাকা, গ্রুপ পর্বে প্রতি জয়ের খেলোয়াড়দের জন্য ৪৩ লাখ ৮৯ হাজার টাকা এবং গ্রুপ পর্বে বাদ পড়া দলের জন্য ১ কোটি ১০ লাখ টাকা।
৩. আইসিসির নতুন নিয়ম আনা হয় কত সালে?
✓ ২০২৩ সালের বিশ্বকাপে একটি প্রধান নিয়মে পরিবর্তন আনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অর্থাৎ আইসিসির নতুন নিয়ম আনা হয় ২০২৩ সালে।
৪. ২০২৩ সালের ৫ই অক্টোবর ওয়ানডে বিশ্বকাপে ভারতের মুখোমুখি কোন দল খেলে?
✓ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড
৫. কত সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হয়
✓ ১৯৭৫ সালে
৬. বিশ্বকাপে ভারসাম্য আনতে কে উদ্যোগ নেয়?
✓ আইসিসি
৭. বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় কে?
✓ সাকিব আল হাসান
৮. বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় সাকিব আল হাসানের বয়স কত?
✓ ৩৬ বছর ১৮৫ দিন
৯. বিশ্বকাপের দুই মাসকট কারা?
✓ বিশ্বকাপে নারী মাসকটের নাম হচ্ছে ব্লেজ অন্যদিকে পুরুষ মাছকটের নাম টংক
১০. ফুটবল রেফারি দের দক্ষতার জন্য কি পরীক্ষা দিতে হয়?
✓ কুপার টেস্ট
১১. ভারতে ক্রিকেটের আসর প্রথম কত সালে বসেছিল
✓ ১৭২১ সালে
১২. হকি খেলাটি প্রথমে কি নামে পরিচিত ছিল?
✓ কমক
১৩. ক্যারাম খেলতে কতগুলো গুটি থাকে?
✓ ১৯ টি
১৪. স, ম্যাশ কথাটি কোন খেলার সাথে সাদৃশ্যপূর্ণ?
✓ ভলিবল
১৫. অলিম্পিক খেলা কত সময়ের ব্যবধানে হয়?
✓ চার বছরের
১৬. ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়?
✓ ২৬ মাইল ৩৮৫ গজ
১৭. বাস্কেটবল খেলায় উভয়পক্ষে কতজন খেলোয়াড় প্রয়োজন পড়ে?
✓ ৫ জন
১৮. কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয়?
✓ রাগবি
১৯. সুব্রত কাপ কোন খেলার সাথে জড়িত?
✓ ফুটবল
২০. নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
✓ বক্সিং
- সাধারণ জ্ঞান | গুরুত্বপূর্ণ ১০০টি সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ২০২৩
১. সম্প্রতি সমুদ্রের ওপর বুলেট ট্রেন চালু হয়েছে কোথায়?
✓ চীনে
২. ফিলিস্তিনে প্রথম সৌদি রাষ্ট্রদ্রুত হিসেবে যোগদান কে?
✓ নায়েফ বিন বান্দার আল সুদাইর
৩. ইন্দোনেশিয়ায় সর্বপ্রথম বুলেট ট্রেন চালু হয় কোন সালের কত তারিখে?
✓ ইন্দোনেশিয়া তে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু হয় ২০২৩ সালের ২রা অক্টোবর।
৪. ডেঙ্গুটিকার অনুমোদন প্রদান করা হয় কত সালে?
✓ ২০২৩ সালের দোসরা অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাপানের ঔষধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানির জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য ছাড়পত্র দেন এবং এর অনুমোদন পাওয়ার আগেই ২০২২ সাল থেকে এই টিকা ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ইন্দোনেশিয়া ব্রাজিল থাইল্যান্ড ও আর্জেন্টিনা। সেই সাথে ২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়ন সহ আরো ১৯ টি দেশ ডেঙ্গুটিকার অনুমোদন দিয়ে দেয়।
৫. ২০২৩ সালে কোন বিষয়ে অবদানের জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়?
✓ mRNA ভ্যাকসিন গবেষণার জন্য
৬. ২০২৩ সালের আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি রয়েছে?
✓ ভেনেজুয়েলা
৭. ২০২৩ সালের আইনের শাসন সূচকে শীর্ষ দেশ রয়েছে কোনটি?
✓ ডেনমার্ক
৮. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রম শক্তি জরিপ ২০২২ অনুযায়ী দেশে বেকারের সংখ্যা কত?
✓ ২৫ লাখ ৮২ হাজার
৯. কিডস রাইটস সূচকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
✓ সুইডেন
১০. বিশ্বে দ্রুতগতির শহর হিসেবে পরিচিতি লাভ করেছে কোন দেশ?
✓ যুক্তরাষ্ট্রের ফ্লিন্ট ও মিশিগান
১১. বিশ্বে ধীর গতির শহর কোনটি?
✓ বাংলাদেশের ঢাকা শহর
১২. ২০২৩ সাল পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ী নারীদের সংখ্যা মোট কত?
✓ মোট চারজন
১৩. মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার কে?
✓ মার্কিন জনসন
১৪. ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত কে?
✓ নায়েফ বিন বান্দার আল সুদাইরি
১৫. ফিলিস্তিনের স্বাধীনতা আমি সংগঠন হামাস কবে প্রতিষ্ঠিত হয়?
✓ ১৯৮৭ সালের ১০ ডিসেম্বর
১৬. নিশীমোড়া ধূমকেতু কার নামে নামকরণ করা হয়েছে?
✓ নিশি মুড়া ধুমকেতু হিদিও নিশিমুরা নামের একজন জাপানিজের নাম থেকে নামকরণ করা হয়েছে।
১৭. কত সালে নিশিমুরা ধুমকেতুর নাম আবিষ্কার করা হয়?
✓ ২০২৩ সালের ১২ আগস্ট
১৮. বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় অবস্থিত?
✓ জাপানে
১৯. বিশ্বের দীর্ঘতম কাচের সেতু কোন দেশে অবস্থিত?
✓ ভিয়েতনামে
২০. কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান প্রজেক্ট কুইপার এর প্রতিষ্ঠাতা কে?
✓ জেফ বেজোস
- বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত ১২০টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
অডিয়েন্স বন্ধুরা, সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ২০২৩ এর আলোচনার সমাপ্তি টানছি আজ এখানেই। আপনি যদি চাকরির খবর ও চাকরির নোটিশ এর আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।
এছাড়াও আমাদের ওয়েবসাইটে পাসপোর্ট ও ভ্রমণ গাইড সম্পর্কিত আর্টিকেল প্রকাশ করা হয়। তাই নিয়মিত আর্টিকেল পেতে এবং জ্ঞানের পরিসীমাকে বাড়াতে আমাদের সাথে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।