সাম্প্রতিক প্রশ্ন উত্তর

সাধারণ জ্ঞান | গুরুত্বপূর্ণ ১০০টি সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৩

সাধারণ জ্ঞান | গুরুত্বপূর্ণ ১০০টি সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর: সম্প্রতি বিশ্বে  ও বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আজকের বিশেষ আলোচনা । আজকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে BRICKS সম্মেলন ২০২৩, G-20 সম্মেলন, G-7 সম্মেলন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে প্রশ্ন উত্তর, এশিয়া কাপ ২০২৩ নিয়ে প্রশ্নোত্তর সমুহ, মেট্ররেল সংক্রান্ত তথ্যাদি নিয়ে । অতএব পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন ।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৩

১. BRICKS সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয় কোন দেশে ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

২. ১৫ তম BRICKS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

৩. ২০২৩ সালে অনুষ্ঠিত BRICKS সম্মেলন কততম সম্মেলন ছিল ?
উত্তর: ১৫ তম।

৪. ২০২৩ সালে অনুষ্ঠিত BRICKS সম্মেলনে কোন দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিল না ?
উত্তর: রাশিয়া ।

৫. ২০২৩ সালে BRICKS এর সদস্য প্রাপ্ত নতুন দেশ কয়টি?
উত্তর: ৬টি।

৬. ২০২৩ সালে BRICKS র সদস্য প্রাপ্ত নতুন দেশ নাম কি?
উত্তর: ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।

৭. বর্তমানে BRICKS এর সদস্য দেশ কয়টি?
উত্তর: ১১টি।

৮. 18 তম G-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: নয়া দিল্লি, ভারত ।

৯. ২০২৩ সালে অনুষ্ঠিত G-20 সম্মেলন কততম সম্মেলন ছিল ?
উত্তর: ১৮ তম।

১০. ২০২৪ সালে G-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর: ব্রাজিল ।

১১. ২০২৩ সালে G-20 সম্মেলন এর স্লোগানের নাম কি?
উত্তর: এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ।

১২. G-20 এর নতুন সদস্য দেশের নাম কি?
উত্তর: আফ্রিকান ইউনিয়ন।

১৩. আফ্রিকান ইউনিয়ন G-20 এর নতুন সদস্য লাভ করে কত তারিখে?
উত্তর: ৯ সেপ্টেম্বর ২০২৩।

১৪. বর্তমানে G-20 এর নতুন সদস্য দেশ কতটি?
উত্তর: ১৯টি।

১৫. বর্তমানে G-20 এর নতুন সদস্য সংস্থা কতটি?
উত্তর: ২টি।

১৬. ২০২৩ সালে জাপানের হিরোশিমাতে G-7 এর কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: ৪৯ তম।

১৭. ২৭ তম কমনওয়েলথ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: সামোয়া।

১৮. ২৭ তম কমনওয়েলথ সম্মেলন কত সালে কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর: ২০২৩ সালে, সামোয়া।

১৯. ২০২৩ সালে NAM এর ১৯তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: উগান্ডা ।

২০. পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন যাত্রা শুরু করে কত তারিখে ?
উত্তর: ৭ সেপ্টেম্বর ।

২১. পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু ট্রেনটি কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যায়?
উত্তর: কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত।

২২. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: ১৯.৭৩ কিলোমিটার (সংযোগ সড়কসহ ৪৬. ৭৩ কিলোমিটার)

২৩. বাংলাদেশের প্রথম এক্সপ্রেস ওয়ে এর নাম কি?
উত্তর: এলিভেটেড এক্সপ্রেস ওয়ে।

২৪. এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২ সেপ্টেম্বর ২০২৩।

২৫. এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সকল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয় কবে?
উত্তর: ৩ সেপ্টেম্বর ২০২৩।

২৬. লিভেটেড এক্সপ্রেস ওয়ে এর কাওলা থেকে ফার্মগেট অংশের দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তর: ১১.৫ কিলোমিটার।

২৭. মেট্রোরেল মতিঝিল পর্যন্ত কবে চালু হবে?
উত্তর: ২২ অক্টোবর ২০২৩।

২৮. সর্বজনীন পেনশন কর্মসূচি কত তারিখ চালু করা হয়?
উত্তর: ১৭ ই আগস্ট ২০২৩

২৯. বর্তমানে দেশে মোট জিআই পণ্য কতটি?
উত্তর: ১৭ টি।

৩০. সর্বশেষ স্বীকৃত জি আই পণ্য কোনটি?
উত্তর: নাটোরের কাঁচা গোল্লা ।

৩১. ২০২৩ সালে প্রোডাক্ট অফ দা ইয়ার নামে পরিচিত নিচের কোন পণ্যটি?
উত্তর: পাটজাত পণ্য।

৩২. ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধিত নতুন নাম নিচের কোনটি?
উত্তর: সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ।

৩৩. স্মার্ট বাংলাদেশের ভিত্তি কতটি ও কি কি?
উত্তর: ৪টি( স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট)।

৩৪. এশিয়া কাপ ২০২৩ চ্যাম্পিয়ন হওয়া দেশটির নাম কি ?
উত্তর: ভারত।

৩৫. এশিয়া কাপ ২০২৩ রানার্স আপঃ হওয়া দেশটির নাম কি ?
উত্তর: শ্রীলংকা ।

৩৬. ড্যানিশ ফ্রান্সিস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনের দায়িত্ব পালন করবেন?
উত্তর: ৭৮তম।

৩৭. দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তর: কাপ্তাই, রাঙ্গামাটি।

৩৮. দেশের দীর্ঘতম নদীটির নাম কি?
উত্তর: ইছামতি।

৩৯. ইছামতি নদীটির দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: ৩৩৪ কিলোমিটার।

৪০. ২০২২ সালের কত তারিখ পদ্মা সেতু উদ্ধোবন করা হয়?
উত্তর: ২৫ জুন।

৪১. সর্বসাধারণের জন্য মেট্রোরেল কত তারিখ চালু করা হয়?
উত্তর: ২৯ ডিসেম্বর ২০২২ ।

৪২. ২০২৩ সালের এশিয়া কাপ (পুরুষ) অনুষ্ঠিত হবে কত আসর?
উত্তর: ১৬তম।

৪৩. ২০২৩ সালের এশিয়া কাপে ম্যান অফ দা ফাইনাল হন কে?
উত্তর: মুহাম্মদ সিরাজ (ভারত)।

৪৪. ২০২৩ সালের এশিয়া কাপে ম্যান অফ দা টুর্নামেন্ট হন কে?
উত্তর: কূলদ্বীপ যাদব (ভারত)।

৪৫. বিশ্বের কততম দেশ হিসাবে জাপান চাঁদে নবযান পাঠিয়েছিল?
উত্তর: ৫তম।

৪৬. কত তারিখ বিশ্বের ৫তম দেশ হিসাবে জাপান চাঁদে নবযান পাঠিয়েছিল?
উত্তর: ৭ সেপ্টেম্বর ২০২৩ ।

৪৭. 19 তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ আয়োজক দেশ কোনটি ?
উত্তর: হাঙ্গেরি।

৪৮. ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয় কবে?
উত্তর: ২৪ শে ফেব্রুয়ারি ২০২২।

৪৯. ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে কোন দেশে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত ।

৫০. LDC হতে বাংলাদেশ মুক্ত হবে কবে?
উত্তর: ২৪ নভেম্বর ২০২৬।

সাধারণ জ্ঞান | গুরুত্বপূর্ণ ১০০টি সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান | গুরুত্বপূর্ণ ১০০টি সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক বিষয়াবলি:

৫১. বিশ্বে চতুর্থ দেশ হিসাবে চন্দ্র জয় করা দেশটির নাম কি?
উত্তর: ভারত ।

৫২. বাংলাদেশের ফ্রান্সের প্রেসিডেন্ট সফর করেন কত তারিখ?
উত্তর: ১০ সেপ্টেম্বর ২০২৩ ।

৫৩. সম্প্রতি ভারতে অনুষ্ঠিত G-20 সম্মেলনে কতটি দেশের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছিল?
উত্তর: ৩০টি দেশের।

৫৪. বঙ্গমাতা চলচ্চিত্রটি কাকে নিয়ে নির্মিত হয়েছে?
উত্তর: শেখ ফজিলাতুন্নেছা মুজিব কে নিয়ে।

৫৫. বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত শতাংশ?
উত্তর: ৩৯%(তথ্য প্রযুক্তির জরিপ মতে) ।

৫৬. রাজশাহীতে নিচের কোন পার্কটি অবস্থিত?
উত্তর: সিমলা পার্ক।

৫৭. বর্তমানে বাংলাদেশের নিমন্ধিত চা বাগানের সংখ্যা কতটি?
উত্তর: ১৬৮টি।

৫৮. দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সংখ্যা কত?
উত্তর: ৬৫ হাজার ৫৬৬টি ।

৫৯. বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত জন?
উত্তর: ১৩কোটি ১ লাখ।

৬০. বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি গাইবান্ধার কোথায় অবস্থিত?
উত্তর: সুন্দরগঞ্জ।

৬১. দেশের সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রটি রাঙ্গামাটির কোথায় অবস্থিত?
উত্তর: কাপ্তাই।

৬২. মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩ ‘আজীবন সম্মাননা’ কে পেয়েছেন?
উত্তর: শিল্পী সৈয়দ আব্দুল হাদী ।

৬৩. Smart Lander for Investing Moon (slim) কোন দেশের চন্দ্রাভিযান ।
উত্তর: জাপান।

৬৪. বর্তমান বাংলাদেশে খাদ্য খাদ মূল্যস্ফীতি কত?
উত্তর: ১২.৫৪ শতাংশ।

৬৫. ২০২৩ সালে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কত?
উত্তর: ৯/৯২ শতাংশ।

৬৬. সম্প্রতি অনুষ্ঠিত জি-টুয়েন্টি সম্মেলনের নতুন প্রেসিডেন্টের নাম কি?
উত্তর: লুইস ইনাসিও লুলা দা সিলভা ।

৬৭. জি-টুয়েন্টির নতুন প্রেসিডেন্ট কোন দেশের নাগরিক?
উত্তর: ব্রাজিল।

৬৮. শিশু সাহিত্যিক সুকুমার রায় এর মৃত্যু শতবার্ষিকী পূরণ হয় কবে?
উত্তর: ১০ সেপ্টেম্বার ২০২৩।

৬৯. জি-টুয়েন্টি জোটের নতুন স্থায়ী সদস্যের নাম কী?
উত্তর: আফ্রিকান ইউনিয়ান।

৭০. আফ্রিকান ইউনিয়ন কয়টি সদস্য দেশ নিয়ে গঠিত?
উত্তর: ৫৫টি।

৭১. SDG সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল কত তারিখ?
উত্তর: ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৩।

৭২. সু ৩৫ যদ্ধবিমান কোন দেশ তৈরি করে?
উত্তর: রাশিয়া।

৭৩. ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত হয় কোন দেশটি?
উত্তর: মরক্কো।

৭৪. বায়ু বিদ্যুৎ উৎপাদনে –
উত্তর: চীনের অবস্থান সবার শীর্ষে ।

৭৫. চাঁদের দক্ষিণ মেরুতে অবতরন কারীে প্রথম দেশটির নাম কী?
উত্তর: ভারত।

৭৬. সম্প্রতি মরক্কোতে কত মাত্রা ভূমিকম্প ছিল ?
উত্তর: ৬.৮ মাত্রার।

৭৭. সিরিল রামাফোসা কোন জোটের প্রেসিডেন্ট?
উত্তর: ব্রিকসের।

৭৮. মকসুদপুর কোন জুট মিলসটি অবস্থিত?
উত্তর: আকিজ জুট মিলস।

৭৯.চৈতন্য নার্সারি ও ফোরটাঙ্কস গার্ডেন কোথায় অবস্থিত?
উত্তর: জামালপুর।

৮০. .চৈতন্য নার্সারি ও ফোরটাঙ্কস গার্ডেনটি কোন পদ্ধিতে নির্মাণ করা হয়েছে ?
উত্তর: বৈজ্ঞানিক পদ্ধিতিতে।’

৮১. জি-টুয়েন্টি জোটের অধিভুক্ত দেশগুলো বিশ্বের মোট জিডিপির কত শতাংশের অংশিদার?
উত্তর: ৮৫%।

৮২. বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ কোন দেশের সহযোগিতায় উৎক্ষেপণ করা হবে?
উত্তর: ফ্রান্সের।

৮৩. জাপানের কোথায় থেকে সফলভাবে চন্দ্র অভিযানের জন্য রকেট উৎক্ষেপণ করা হয়?
উত্তর: দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে।

৮৪. চন্দ্র অভিযানের জন্য উৎক্ষেপণ কৃত রকেটটির নাম কী?
উত্তর: এইচ আইআইএ।

৮৫. ইপিবির তথ্য অনুযায়ী, ৫ হাজার ৫৫৬ কোটি ডলার রপ্তানি করে আয় করে কোন অর্থবছরে?
উত্তর: ২০২২-২৩ অর্থবছরে।
৮৬. ২০২৩-২৪ অর্থবছরে প্রথম দুই মাসে কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়?
উত্তর: ৭৯৯ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার (ইপিবির তথ্য অনুযায়ী)।

৮৭.বর্তমান বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত জন?
উত্তর: ১৩ কোটি ১ লক্ষ।

৮৮. বর্তমানে জাতিসংঘের উন্নত তালিকায় দেশের কয়টি দেশ যুক্ত হয়েছে?
উত্তর: ৬৭টি।

৮৯. মেরিল প্রথম আলো ২০২২ অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র হিসেবে স্থান পায় কোনটি?
উত্তর: হাওয়া ।
৯০. হাওয়া চলচ্চিত্রটির পরিচালকের নাম কি?
উত্তর: মেজবাউর রহমান সুমন।’

৯১. ইতালির অন্যতম বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কী?
উত্তর: পিয়াজিও।

৯২. লালমনিরহাটে অবস্থিত স্থল বন্দরটির নাম কি?
উত্তর: বুড়িমারী স্থল বন্দর।

৯৩. কোন দেশটি ভারতে মহসাগরে মুক্তা নামে পরিচিত?
উত্তর: শ্রীলঙ্কা।

৯৪. ২০২৩ সালের জি-টোয়েন্টি সম্মেলনে কোন দেশটি অতিথি রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করে?
উত্তর: বাংলাদেশ।

৯৫. লংকাউই দ্বীপমালা কোন দেশটিতে অবস্থিত?
উত্তর: মালয়েশিয়া।

৯৬. পেরিগিমুন নিচের কোনটির বৈজ্ঞানিক নাম?
উত্তর: সুপারমুনের।

৯৭. দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ১ লক্ষ ১৪ হাজার ৫৩৯ টি।

৯৮. ২০২৩ সালের জি-টোয়েন্টি সম্মেলনে কতটি দেশকে প্রতিটি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানানো হয়?
উত্তর: বাংলাদেশকে নিয়ে মোট নয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়।

৯৯. হিরো কিম কুন ওক কোন দেশের পারমাণবিক সাবমেরিন এর নাম ?
উত্তর: উত্তর কোরিয়ার ।

১০০. জুলু উপজাতি কোন দেশের অধিবাসী?
উত্তর: দক্ষিণ আফ্রিকা ।

 

চাকিরর খবর ও নোটিশ পেতে আমাদের ফেইজবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন । অন্যান্য সব তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button