সাধারণ জ্ঞান | আন্তর্জাতিক বিষয়াবলী | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান | আন্তর্জাতিক বিষয়াবলী | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর : সাধারণ জ্ঞান হতে আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে আজকের বিশেষ আলোচনা পর্ব । এই পোস্টটিতে আপনারা জানতে পারবেন পৃথিবী সম্পর্কিত আলোচনা, সভ্যতা, আয়তন, স্থলভূমি, নদনদী, সাগর ও প্রণালি, আইনসভা, কৃষি কাজ সংক্রান্ত প্রশ্ন ও উত্তর, খনিজ সম্পদ, সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলি ও প্রশ্ন উত্তর । সুতরাং পোস্টটি মনযোগ সহকারে পড়ুন ।
পৃথিবীর পরিচিতি হতে গুরুত্বপূর্ণ তথ্যাবলি
১. সূর্য থেকে পর্যায়ক্রমে তৃতীয় গ্রহটির নাম কী?
উত্তরঃ – পৃথিবী ।
২. কোন রেখা পৃথিবীকে উত্তর-দক্ষিণে বিভক্ত করেছে?
উত্তরঃ – নিরক্ষরেখা/ বিষুবরেখা।
৩. পৃথিবীর গড় দূরত্ব সূর্য থেকে কত কিলোমিটার?
উত্তরঃ – ১৫ কোটি কিলোমিটার।
৪. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত দিন সময় লাগে ?
উত্তরঃ – তিনশত পঁয়ষট্টি দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
৫. পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ রয়েছে কত ভাগ?
উত্তরঃ -২৯ ভাগ ৷
৬. পৃথিবীর মোট আয়তনের জলভাগ রয়েছে কত শতাংশ?
উত্তরঃ – ৭১ শতাংশ ৷
৭. পৃথিবীর বৃহত্তম তথা গভীরতম মহাসাগর কোনটি?
উত্তরঃ -প্রশান্ত মহাসাগর ।
৮. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
উত্তরঃ – উত্তর মহাসাগর।
৯. আয়তনে দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ নিচের কোনটি?
উত্তরঃ – রাশিয়া ।
১০. আয়তনের দিক থেকে বৃহত্তম ৫টি রাষ্ট্রের পর্যায়ক্রমে নাম লিখুন।
উত্তরঃ – রাশিয়া→ • কানাডা→ যুক্তরাষ্ট্র → চীন → ব্রাজিল ।
১১. আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ – ভ্যাটিকান সিটি ।
১২. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ নিচের কোন দেশটি?
উত্তরঃ – চীন ।
১৩. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম বা ছোট দেশ কোনটি?
উত্তরঃ- ভ্যাটিকান সিটি ।
১৪. পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত কোন দেশগুলোর ভিতরে অবস্থিত?
উত্তরঃ – ইতালি ও ভ্যাটিকান সিটির মধ্যে ।
১৫. পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশের নাম কী?
উত্তরঃ- ইন্দোনেশিয়া (মোট দ্বীপের সংখ্যা প্রায় ১৭,৫০৮টি)।
১৬. পৃথিবীর সবচেয়ে প্রলম্বিত বা সরু দেশ কোনটি?
উত্তরঃ- চিলি ।
১৭. পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ –
উত্তরঃ মোনাকো (প্রতি বর্গকিমি প্রায় ২৬ হাজার জন)।
১৮. পৃথিবীর যে দুটি দেশ দুই মহাদেশে অবস্থিত ।
উত্তরঃ- রাশিয়া এবং তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
১৯. দুইটি মহাদেশের মধ্যে অবস্থিত শহরটির নাম কী?
উত্তরঃ- ইস্তাম্বুল। তুরস্কের এই শহরটি এশিয়া ও ইউরোপ দুটি মহাদেশেই পড়েছে।
আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত প্রশ্ন ও উত্তর:
২০. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত তথা আর্দ্রতম স্থান কোনটি/
উত্তরঃ- মৌসিনরাম ভারতের মেঘালয়ে অবস্থিত স্থানটির বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ ১১,৪৭২ মিলিমিটার। উল্লেখ্য, ২য় সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান মেঘালয়ের চেরাপুঞ্জি ।
২১. পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তরঃ- অ্যান্টার্কটিকায় অবস্থিত ভস্তোক (- ৮৯.২° সেলসিয়াস)।
নদ-নদী সংক্রান্ত প্রশ্ন ও উত্তর:
২২. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
উত্তরঃ- আমাজন ।
২৩. থিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ- নীল নদ (এককভাবে)।
২৪. পৃথিবীর ক্ষুদ্রতম নদী কোনটি?
উত্তরঃ- রো নদী (মন্টনা, যুক্তরাষ্ট্র)।
সভ্যতাঃ
২৫. বর্তমান ইরাকে অবস্থিত বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম কী?
উত্তরঃ- মেসোপটেমিয় সভ্যতা ।
২৬. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নিচের কোনটি?
উত্তরঃ নালন্দা বিশ্ববিদ্যালয়, বিহার
২৭. ভারত বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ভাষাটির নাম কী?
উত্তরঃ – হিব্রু ভাষা ।
২৮. প্রাচীন সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি দেখা যায় কোন মহাদেশে?
উত্তরঃ – এশিয়া মহাদেশে।
২৯. খেলার জগতে সবচেয়ে বড় আসরটির নাম কী?
উত্তরঃ – অলিম্পিক গেমস্
সাধারণ জ্ঞান | আন্তর্জাতিক বিষয়াবলী: আইনসভা
৩০. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত জন?
উত্তরঃ -৫৪৩ জন। (কর্তৃক সংরক্ষিত দুটিসহ মোট ৫৪৫ জন।)
৩১. রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার আসন সংখ্যার কত জন?
উত্তরঃ – ৪৫০।
৩২. Diet (ডায়েট) কোন দেশের আইন সভা ও পার্লামেন্টের নাম?
উত্তরঃ -জাপানের
৩৩. হাউজ অব কমন্স’ কোন দেশের আইন সভা ও পার্লামেন্টের নাম?
উত্তরঃ – ব্রিটেনের
৩৪. ব্রিটেনের পার্লামেন্টের ‘হাউজ অব কমন্স’ এর সদস্য সংখ্যা কত জন?
উত্তরঃ – ৬৫০ জন।
৩৫. ন্যাশনাল অ্যাসেম্বলি হলো-
উত্তরঃ -আফগানিস্তানের পার্লামেন্টের নাম
সাধারণ জ্ঞান | আন্তর্জাতিক বিষয়াবলী: বিশ্বের নদনদী সমুহ
৩৬. বিশ্বের ক্ষুদ্রতম নদীর নাম কী?
উত্তরঃ – রো নদী (অবস্থিত মন্টনা, যুক্তরাষ্ট্র)।
৩৭. যে নদীকে চীনের দুঃখ বা The Cradle of Chinese Civilization বলা হয় ?
উত্তরঃ – হোয়াংহো নদীকে।
৩৮. বিশ্বের ৩য় বৃহত্তম দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ – ইয়াংসিকিয়াং যার দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার।
৩৯. দজলা ও ফোরাত কোন নদীর পূর্বনাম ছিল?
উত্তরঃ – টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর । তুরস্কে উৎপত্তি লাভ করে নদী দুইটি ইরাক ও সিরিয়ার ভিতর দিয়ে প্রবাহিত। এর মিলিত প্রবাহ শাত-ইল-আরব নামে পারস্য উপসাগরে পতিত হয়েছে।
৪০. পাকিস্তানের মধ্য দিয়ে কোন নদ প্রবাহিত হয়েছে ?
উত্তরঃ – সিন্ধু
৪১. ভলগা কোন মহাদেশের দীর্ঘতম নদী
উত্তরঃ- ইউরোপের ।
৪২. আন্তর্জাতিক দানিয়ুব নদী ইউরোপের কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তরঃ- ১০টি দেশের । নদীটির দৈর্ঘ্য ২,৮৬০ কি.মি।
৪৩. বিশ্বের নদীবিহীন দেশের মধ্যে রয়েছে কয়টি দেশ রয়েছে?
উত্তরঃ- ২টি । সৌদি আরব, বাহরাইন
৪৪. কিউসেক হলো –
উত্তরঃ-নদী প্রবাহের পরিমাপের একক
৪৫. জাম্বেসী নদীটি কোন মহাসাগরে পতন ঘটেছে ?
ভারত মহাসাগরে।
৪৬. বেইজিং শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ-হোয়াংহো
৪৭. পারস্য উপসাগরে কোন নদীটি পতিত হয়েছে?
উত্তরঃ- টাইগ্রিস
বিশ্বের বিভিন্ন দ্বীপ সমুহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
৪৮. বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপটির অবস্থান কোথায়?
উত্তরঃ- আর্কটিক সাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে। ভৌগোলিকভাবে এটি | আমেরিকা মহাদেশে অবস্থিত। বর্তমানে এটি ডেনমার্কের মালিকানাধীন) ।
৪৯. প্রশান্ত মহাসাগরে অবস্থিত মরুরুয়া দ্বীপটিতে ফ্রান্স কত সালে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?
উত্তরঃ- ১৯৬২ সালে
৫০. সিসিলি দ্বীপটি কিসের জন্য বিখ্যাত?
উত্তরঃ- সালফার বা গন্ধকের জন্য
৫১. ভূমধ্যসাগরের সর্ববৃহৎ দ্বীপটির নাম কী?
উত্তরঃ- সিসিলি (২৫,৪৬০ বর্গ কিলোমিটার)।
৫২. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক-ইরানের মধ্যে যুদ্ধ অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ- ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ।
৫৩. এশিয়ার সবচেয়ে বড় এবং পৃথিবীর দীর্ঘতম দ্বীপ কোনটি?
উত্তরঃ- বোর্নিও, ইন্দোনেশিয়ায় অবস্থিত।
৫৪. বোর্নিও দ্বীপের অপর নাম কী?
উত্তরঃ-কালিমাস্তান ।
৫৫. মান্নার দ্বীপ কোন দুটি দেশের মধ্যবর্তী জলরাশিতে সৃষ্টি হয়েছে?
উত্তরঃ- ভারত ও শ্রীলঙ্কার (এ দ্বীপটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে)।
৫৬. ভূমধ্যসাগরে অবস্থিত তুরস্কের দ্বীপপুঞ্জের নাম কী?
উত্তরঃ- রোডস দ্বীপপুঞ্জ ।
৫৭. কোন দ্বীপকে উপসাগরীয় দেশগুলোর প্রবেশদ্বার বলা হয় ?
উত্তরঃ- আবু মুসা দ্বীপকে ।
৫৮. বাহরাইন দ্বীপ অবস্থিত কোন উপসাগরে?
উত্তরঃ- পারস্য উপসাগরে।
৫৯. ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপটির নাম কী?
উত্তরঃ- দিয়াগো গর্সিয়া দ্বীপ
৬০. হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
৬১. মিন্দানাও দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তরঃ-ফিলিপাইনে
৬২. জাফনা দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তরঃ-শ্রীলঙ্কায়
পৃথিবীর বিভিন্ন সাগর ও প্রণালি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ
৬৩. আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম সাগর নিচের কোনটি?
উত্তরঃ- দক্ষিণ চীন সাগর। আয়তন ২৯ লক্ষ ৭৪ হাজার ৬০০ বর্গ কিলোমিটার।
৬৪. বিশ্বের সবচেয়ে গভীরতম ক্যারিবিয়ান সাগরের গভীরতা কত মিটার?
উত্তরঃ- ৭,৬৮৬ মিটার।
৬৫. ইংরেজি গালফ (Gulf)-শব্দের বাংলা অর্থ অর্থ কী?
উত্তরঃ-উপসাগর। স্থলভাগের মাঝে প্রবিষ্ট জলভাগের দৈর্ঘ্য যদি উন্মুক্ত মুখের দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়, তবে তাকে গালফ বলে।
৬৬. জিব্রাল্টার প্রণালিকে কোন সাগরের প্রবেশদ্বার’ বলা হয় ?
উত্তরঃ- ভূমধ্যসাগরের
৬৭. সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ?
উত্তরঃ- লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে।
৬৮. ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মাঝে কোন প্রণালি অবস্থিত ?
উত্তরঃ- হরমুজ প্রণালি অবস্থিত।
৬৯. আলাস্কা উপসাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ- উত্তর আমেরিকায়।
৭০. কানাডা ও গ্রিনল্যান্ড দ্বীপের মধ্যবর্তী স্থানে কোন উপসাগরটি অবস্থিত ’
উত্তরঃ- বেফিন উপসাগর
৭১. জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত –
উত্তরঃ- কোরিয়া উপদ্বীপ ।
৭২. উপসাগরীয় স্রোতের সৃষ্টি হয় কিসের প্রভাবে?
উত্তরঃ- মিসিসিপি নদীর বয়ে আনা পানির প্রভাবে।
৭৩. উপসাগরীয় স্রোতের রং দেখতে কেমন বর্ণের ?
উত্তরঃ- গাঢ় নীল বর্ণের ।
৭৪. হাডসন উপসাগরটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ-কানাডায় অবস্থিত ।
সাধারণ জ্ঞান | বিশ্বের কৃষি কাজ সংক্রান্ত প্রশ্ন ও উত্তরঃ
৭৫. শতকরা বিশ্বের কত ভাগ অঞ্চলে কৃষি কাজ হয় ?
উত্তরঃ-শতকরা ৩৭ ভাগ।
৭৬. বিশ্বের কত হেক্টর জমিতে শস্য উৎপাদিত হয়?
উত্তরঃ- ৬৭৪ মিলিয়ন হেক্টর।
৭৭. বিশ্বে গড়ে মাথাপিছু কৃষিজমির পরিমাণ কত?
উত্তরঃ- ০.১১ হেক্টর।
৭৮. ইউরোপের শ্রেষ্ঠ কৃষিজ অঞ্চল কোনটি?
উত্তরঃ- ইউক্রেন ও দক্ষিণ ইউরোপের বলকান উপদ্বীপের সমভূমি ও ইতালির পো নদীর অববাহিকা ।
৭৯. আফ্রিকার কোন কোন কৃষিজ দ্রব্যগুলো উৎপাদিত হয়?
উত্তর -কফি, কোকো, তুলা, তামাক, চা, রাবার, কলা, আখ ও লবঙ্গ।
৮০. ইউরোপের প্রধান কোন কোন কৃষিজ দ্রব্যগুলো উৎপাদিত হয়?
উত্তরঃ- যব,গম, রাই, ওট, বিট ইত্যাদি।
৮১. বিশ্বে বায়োটেক শস্য চাষ করা হচ্ছে কয়টি দেশে?
উত্তরঃ- ২৫টি দেশে।
৮২. বিশ্বে প্রথম বায়োটেক (জিএম) শস্যের প্রবর্তন হয় কত সালে?
উত্তরঃ- ১৯৯৬ সালে ।
৮৩. World Food Programme (WFP) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ – ১৯৬১ সালে
৮৪. World Food Programme (WFP) সংস্থাটি কত সালে নোবেল শান্তি পুরস্কার পায়?
উত্তরঃ- ২০২০ সালে।
৮৫. WFP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- ইতালির রোমে।
৮৬. কত সালে International Rice Research Institute (IRRI) প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৯৬০ সালে ।
৮৭. IRRI এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- ফিলিপাইনের লস বানোস শহরে ।
৮৭. IFAD এর সদর দপ্তর অবস্থিত –
উত্তরঃ- ইতালির রোমে ।
৮৮. চীনে বিশ্বের মোট উৎপাদনের কত শতাংশ ধান উৎপাদিত হয়?
উত্তরঃ- ৩৪ শতাংশ
৮৯. বিশ্বে বাংলাদেশের ধান উৎপাদনে অবস্থান কত তম?
উত্তরঃ- তৃতীয় ।
৯০. বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ দেশটির নাম কী?
উত্তরঃ- ভারত ।
৯২. চা উৎপাদনে শীর্ষ দেশটির নাম হলো –
উত্তরঃ- চীন ।
৯৩. চা রপ্তানিতে শীর্ষ দেশ নিচের কোনটি?
উত্তরঃ- চীন ।
৯৪. পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ-ভারত ।
৯৫. বিশ্বে পাট উৎপাদনের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ -দ্বিতীয়।
৯৬. পাট রপ্তানিতে শীর্ষ দেশ –
উত্তরঃ-বাংলাদেশ।
৯৭. গম উৎপাদনে শীর্ষ দেশটির নাম কী?
উত্তরঃ- চীন ।
৯৮. চিনির আধার বলা হয় কাকে?
উত্তরঃ-কিউবাকে।
৯৯. কফি উৎপাদনে ব্রাজিলের অবস্থান নিম্নের কোনটি?
উত্তরঃ- শীর্ষ ।
১০০. ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে যে দেশ বিশ্বে শীর্ষে অবস্থান করছে ।
উত্তরঃ-মার্কিন যুক্তরাষ্ট্র।
১০১. ‘পৃথিবীর রুটির ঝুড়ি” বলা হয় আমেরিকার কোন অঞ্চলকে?
উত্তরঃ- উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে
১০২. চায়ের উৎপত্তি কোথায়?
উত্তরঃ- চীনে; ৩৫০ খ্রিষ্টপূর্বাব্দে।
১০৩. চা আমদানিকারক দেশ হিসেবে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ– যুক্তরাষ্ট্র
১০৪. পৃথিবীর প্রথম চা কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৮৩৯ সালে প্রতিষ্ঠিত হয়
১০৫. পৃথিবীর প্রথম চা কোম্পানির নাম কী?
উত্তরঃ- অসম চা কোম্পানি।
১০৬. International Jute Study Group (IJSG) কোন সংস্থার নাম?
উত্তরঃ- আন্তর্জাতিক পাট সংস্থার নাম
১০৭. IJSG প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ- ঢাকা, বাংলাদেশ।
১০৮. ১৯ শতকের মাঝামাঝি সময়ে কোন শিল্পের উৎপত্তি হয়?
উত্তরঃ-আধুনিক পাট শিল্পের
১০৯. আধুনিক পাট শিল্প কত শতকে উৎপত্তি হয়?
উত্তরঃ- ১৯ শতকের মাঝামাঝি সময়ে
১১০. বিশ্বের প্রধান কোকো উৎপাদনকারী দেশের নাম কী?
উত্তরঃ- আইভরি কোস্ট।”
- বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত ১২০টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
- বাংলা সাহিত্য সম্পর্কিত ৮০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | সাধারণ জ্ঞান
- সাধারণ জ্ঞান | বাংলাদেশ বিষয়াবলি | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১১১. বিশ্বের প্রধান কোকো আমদানিকারক দেশের নাম কী?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র।
১১২. সুক্রোজ কিসের রাসায়নিক নাম ?
উত্তরঃ- চিনির
১১৩. বিশ্বের প্রাকৃতিক রাবার উৎপাদনের দিক থেকে ইন্দোনেশিয়ার অবস্থান কত?
উত্তরঃ- প্রথম
১১৪. বিশ্বের প্রধান সিনথেটিক রাবার উৎপাদনকারী দেশের নাম কী?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র।
১১৫. বিশ্বের প্রধান প্রাকৃতিক রাবার রপ্তানিকারক দেশ নিচের কোনটি?
উত্তরঃ- ইন্দোনেশিয়া ।
১১৬. বিশ্বের প্রধান প্রাকৃতিক রাবার ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তরঃ- চীন ।
১১৭. সবচেয়ে বেশি পামওয়েল আমদানি করে নিচের কোন দেশটি?
উত্তরঃ-ভারত।
১১৮. বিশ্বে সয়াবিন তেল রপ্তানিতে আর্জেন্টিনার অবস্থান কত?
উত্তরঃ- প্রথম
১১৯. বিশ্বের তুলা উৎপাদনের দিক থেকে শীর্ষ অবস্থান কোন দেশের?
উত্তরঃ- ভারতের ।
১২০. সর্বাধিক সয়াবিন তেল উৎপাদন করে –
উত্তরঃ- চীন ।
চাকিরর খবর ও নোটিশ পেতে আমাদের ফেইজবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন । অন্যান্য সব তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন ।