সাধারণ জ্ঞান | বাংলাদেশ বিষয়াবলি | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান | বাংলাদেশ বিষয়াবলী | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: সাধারণ জ্ঞান হতে বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের বিশেষ আলোচনা পর্ব । এই পোস্টটিতে বাংলাদেশ পরিচিত, বাংলাদেশের জন্যসংখ্যা, আয়তন, স্থলভূমি, নদনদী, সংবিধান সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা । সুতরাং পোস্টটি মনযোগ সহকারে পড়ুন ।
বাংলাদেশ পরিচিতি – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
১. বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The People’s Republic of Bangladesh) |
২. বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের পৌরসভার সংখ্যা কয়টি?
উত্তরঃ – ৩৩০টি
৩. বাংলাদেশের জাতীয় প্রতীক –
উত্তরঃ – উভয় পাশে ধানের শিষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষে পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুইটি করে তারকা (বাংলাদেশের সংবিধানের ৪(৩) নং অনুচ্ছেদ)।
৪. বাংলাদেশের ভৌগোলিক সীমানা –
উত্তরঃ – উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণে বঙ্গোপসাগর ।
৫. বাংলাদেশের মোট জনসংখ্যা কত জন?
উত্তরঃ – ১৬ কোটি ৯১ লাখ (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২)।
৬. বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তরঃ – – ১,১৪০ জন (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২)।
৭. বাংলাদেশে পুরুষ ও নারীর অনুপাত কত?
উত্তরঃ- ১০০.২ : ১০০ (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২)।
৮. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ তথ্য মতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ- ১.৩৭%।
৯. বর্তমান বাংলাদেশের উপজেলার সংখ্যা কত?
উত্তরঃ- ৪৯৫টি
১০. বাংলাদেশের ইউনিয়ন সংখ্যা –
উত্তরঃ-৪,৫৬২টি (পঞ্চম আদমশু ২০১১), ৪, ৫৭১টি (সূত্র: স্থানীয় সরকার বিভাগ), ৪,৫৫৪ (জা
১১. পঞ্চম আদমশুমারি ২০১১ বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?
উত্তরঃ- ৮৭,১৯১টি
১২. বাংলাদেশে প্রশাসনিক থানার সংখ্যা –
উত্তরঃ- ৬৫২টি।
১৩. বাংলাদেশে রেলওয়ে থানা –
উত্তরঃ- ২৪টি।
১৪. বাংলাদেশে নৌ থানা –
উত্তরঃ- ১৭টি
১৫. পঞ্চম জনশুমারি ২০২২ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা হার কত/
উত্তরঃ- মুসলমান ৯১.০৪%, হিন্দু ৭.৯৫%, বৌদ্ধ ০.৬১%, খ্রিষ্টান ০.৩০% ও অন্যান্য ০১৯৭
১৬. বিদেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে –
উত্তরঃ- ৬০টি দেশে মোট মিশন ৮১ ।
১৭. বাংলাদেশে বিদেশি দূতাবাস রয়েছে কয়টি দেশের?
উত্তরঃ- ৪৭টি দেশের
১৮. বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সবচেয়ে বেশি আসে কোন খাত থেকে ?
উত্তরঃ- পোশাক ও নিটওয়্যার শিল্প থেকে ।
১৯. বাংলাদেশে বর্তমানে মোট EPZ সংখ্যা কতটি?
উত্তরঃ- ১০টি (সরকারি ৮টি ও বেসরকরি ২টি)
২০. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত ডলার/
উত্তরঃ- ২৮২৪ মার্কিন ডলার (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২)। বিবিএস রিপোর্ট ২০২৩ অনুযায়ী ২৭৯৩ মার্কিন ডলার।
২১. বাংলাদেশে বিদ্যমান সরকার পদ্ধতি কেমন?
উত্তরঃ- সংসদীয়।
২২. বাংলাদেশের আমদানি দ্রব্য নিচের কোন গুলো?
উত্তরঃ- খাদ্যসামগ্রী, অপরিশোধিত তেল, শিল্পের কাঁচামাল, কলকবজা, রাসায়নিক দ্রব্য, খুচরা যন্ত্রাংশ, ওষুধ, ভোজ্য তেল ইত্যাদি ।
২৩. বাংলাদেশের রপ্তানিজাত দ্রব্য নিচের কোন গুলো?
উত্তরঃ- তৈরি পোশাক, চা, চামড়াজাত এব হিমায়িত চিংড়ি, কাঁচাপাট ও পাটজাত দ্রব্য, মসলা ইত্যাদি।
২৪. বাংলাদেশের মোট ভূমির প্রায় কত শতাংশ এলাকা নিয়ে এ সমভূমি গঠিত।
উত্তরঃ- ৮০% । এ সমভূমি বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন।
২৫. সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত কোন জেলা?
উত্তরঃ- দিনাজপুর জেলা (৩৭.৫০) মিটার।
২৬. বাংলাদেশের বৃহত্তম ও সবচেয়ে উঁচু পাহাড় নিচের কোনটি/
উত্তরঃ- ময়মনসিংহে অবস্থিত গারো পাহাড় ।
২৭. বাংলাদেশের পাহাড়ি এলাকা কোন কোন এলাক নিয়ে গঠিত’?
উত্তরঃ- রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলার পূর্বাংশ, কক্সবাজার ও সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ নিয়ে ।
২৮. বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত?
উত্তরঃ- ২০৫০ ফুট।
২৯. বাংলাদেশের পলল সমভূমি গঠিত কোন অঞ্চল নিয়ে?
উত্তরঃ- কুমিলার সমভূমি অঞ্চল, সিলেট অববাহিকা, হিমালয়ের পাদদেশ, চট্টগ্রামের উপকূলীয় সমভূমি, বদ্বীপ অঞ্চল ও স্রোতজ সমভূমি নিয়ে ৷
৩০. বাংলাদেশের যে অঞ্চল খরা প্রবণ।
উত্তর-পশ্চিমাঞ্চল।
৩১. বাংলাদেশের পাদদেশীয় সমভূমি এলাকা বলতে বোঝায় যে এলাকাকে?
উত্তরঃ- রংপুর- দিনাজপুর এলাকাকে।
৩২. উপকূলীয় লবণাক্ত অঞ্চল কত বর্গ কিলোমিটার?
উত্তরঃ- ২০,০০০ বর্গ কিলোমিটার
৩৩. বাঙালি ও বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি উল্লিখিত হয়েছে –
উত্তরঃ- আইন-ই-আকবরী গ্রন্থে।
৩৪. বর্তমান বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে –
উত্তরঃ- অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে ।
৩৫. বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে অন্তর্ভুক্ত ছিল –
উত্তরঃ- বঙ্গ জনপদের।
৩৬. বাংলা সনের প্রবর্তক
উত্তরঃ- সম্রাট আকবর ।
৩৭.‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’-এর নির্মাতা কে?
উত্তরঃ- শের শাহ ।
৩৮. বাংলার প্রথম মুসলিম বিজেতা হলেন-
উত্তরঃ- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি।
৩৯. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তরঃ- নবাব সিরাজ-উদ-দৌলা
৪০. ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি কত সালে?
উত্তরঃ- ১৭৭০ সালে।
৪১. ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তরঃ- ১৮৭২ সালে।
৪২. ভারতবর্ষে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ- ১৯০৬ সালে।
৪৩. বাঁশেরকেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন ?
উত্তরঃ- সৈয়দ মীর নিসার আলী তিতুমীর।
৪৪. ১৯৪০ সালের ‘লাহোর প্রস্তাবের’ উত্থাপক কে ছিলেন –
উত্তরঃ- এ. কে. ফজলুল হক । উত্থাপনের তারিখ- ২৩ মার্চ।
৪৫.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত (গৃহীত) হয় কত সালে?
উত্তরঃ- ১৯৯৯ সালে।
৪৬. ঐতিহাসিক ৬-দফাকে তুলনা করা হয় কিসের সাথে?
উত্তরঃ- ম্যাগনাকার্টার সাথে।
বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত তথ্যাদিঃ
৪৭. অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা পরিমান কত?
উত্তরঃ- ১৬ কোটি ৯১ লাখ
৪৮. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত ?
উত্তরঃ- অষ্টম।
৪৯. জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ- পঞ্চম।
- বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত ১২০টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
- বাংলা সাহিত্য সম্পর্কিত ৮০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | সাধারণ জ্ঞান
৫০. জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ- চতুর্থ।
৫১. জনসংখ্যায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার –
উত্তরঃ-তৃতীয়।
৫২. বাংলাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যা কোন শহরে?
উত্তরঃ- – ঢাকা বিভাগে
৫৩. বাংলাদেশের সবচেয়ে কম জনসংখ্যা কোন শহরে?
উত্তরঃ-বরিশাল বিভাগে ।
৫৪. জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বাস করে কোন জেলায়?
উত্তরঃ- ঢাকা জেলায় ।
৫৫. জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে কম বাস করে কোন জেলায়?
উত্তরঃ-বান্দরবান জেলায় ৷
৫৬. উপমহাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তরঃ- ১৮৭২ সালে ।
৫৭. বাংলাদেশে এযাবত কাল পর্যন্ত আদমশুমারি হয় কয়টি?
উত্তরঃ– ৬টি। যথা : ১৯৭৪, ১৯৮১ ১৯৯১, ২০০১, ২০১১ এবং ২০২২ সালে।
৫৮. বাংলাদেশে ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ- – ২০২২ সালে (প্রতি দশ বছর পর পর জনশুমারি অনুষ্ঠিত হয় কিন্তু কোভিড এর জন্য ২০২১ সালের পরিবর্তে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন অনুষ্ঠিত হয়)।
৫৯. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ – ১৯৭৪ সালে ।
৬০. বাংলায় প্রথম দশ বছরভিত্তিক আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ- ১৮৭২ সালে।
৬১. জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে?
উত্তরঃ – ১৯৭৬ সালে।
৬২. বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত বছর পর্যন্ত?
উত্তরঃ- ৭ থেকে ১৬ বছর।
৬৩. অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যের হার কত?
উত্তরঃ – ২০.৫%
৬৪. অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী বাংলাদেশে চরম দারিদ্র্যের হার ?
উত্তরঃ – ১০.৫%
৬৬. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের ছোট উপজেলা কোনটি? –
উত্তরঃ – থানচি, বান্দরবান।
৬৭. জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা নিচের কোনটি?
উত্তরঃ – সাভার, ঢাকা।
৬৮. বাংলাদেশে কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে কয়টি?
উত্তরঃ – ৩টি। যথা- ২টি ছেলেদের ও ১টি মেয়েদের।
৬৯. জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র অবস্থিত কোথায়?
উত্তরঃ – টঙ্গি, গাজীপুর।
৭০. দ্বিতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ – পুলেরহাট, যশোর।
৭১. পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান উৎসব কি?
উত্তরঃ – বৈসাবি।
৭২. পাঙন উপজাতিদের ধর্ম নিচের কোনটি?
উত্তরঃ – ইসলাম ।
৭৩. রাখাইনরা সবচেয়ে বেশি বাস করে কোন জেলায়?
উত্তরঃ – পটুয়াখালীতে।
৭৪. চিরম বৌদ্ধ বিহার অবস্থিত কোন নদীর তীরে?
উত্তরঃ – কর্ণফুলি নদীর তীরে।
৭৫. পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতির বসবাস রয়েছে ?
উত্তরঃ – ১১টি উপজাতি বসবাস করে।
৭৬. বাংলাদেশে সবচেয়ে শিক্ষিত এবং বৃহত্তম উপজাতি কারা ?
উত্তরঃ চাকমা ।
৭৭. হুদুমা নাচ প্রচলিত কোন উপজাতিদের মধ্যে?
উত্তরঃ – রাজবংশী উপজাতিদের মধ্যে।
৭৮. সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
উত্তরঃ- ১৮৫৫-৫৬ সালে (ভারতের পশ্চিমবঙ্গের ভগনাডিহি গ্রামে সাঁওতাল বীর সিধু-কানুর নেতৃত্বে)।
৭৯. দেশের একমাত্র উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উত্তরঃ ইউ কে চিং মারমা । বীর বিক্রম উপাধিতে ভূষিত। ৬ নং সেক্টরে যুদ্ধ করেন।
বাংলাদেশের সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
৮০. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১১ জানুয়ারি ১৯৭২ ।
৮১. বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন কে?
উত্তরঃ আবু সাইদ চৌধুরী, ২৩ মার্চ ১৯৭২।
৮২. খসড়া সংবিধান কমিটির প্রধান হলেন-
উত্তরঃ – ড. কামাল হোসেন।
৮৩. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কত জন?
উত্তরঃ – ৩৪ জন।
৮৪. সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য
উত্তরঃ – বেগম রাজিয়া বানু।
৮৫. বাংলাদেশের সংবিধান রচিত হয় কোন কোন দেশর সংবিধানের আলোকে?
উত্তরঃ ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের আলোকে ৷
৮৬. বাংলাদেশ সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয় কত তারিখে?
উত্তরঃ ১২ অক্টোবর ১৯৭২।
৮৭. সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করেছিলেন কে?
উত্তরঃ ড. কামাল হোসেন।
৮৮. সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয় কত তারিখ?
উত্তরঃ ৪ নভেম্বর ১৯৭২।
৮৯. সংবিধান দিবস পালিত হয় কবে ?
উত্তরঃ – ৪ নভেম্বর।
৯০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখ?
উত্তরঃ – ১৬ ডিসেম্বর ১৯৭২।
৯১. বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ছিল কত পৃষ্ঠার?
উত্তরঃ- ৯৩ পৃষ্ঠার।
৯২. বাংলাদেশ হস্তলিখিত সংবিধানের মূল লেখক হলেন-
উত্তরঃ শিল্পী আব্দুর রউফ।
৯৩. স্তলিখিত সংবিধানটির অঙ্গসজ্জা করেন কে?
উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন।
৯৪. গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন কবে?
উত্তরঃ ১৫ ডিসেম্বর ১৯৭২।
৯৫. হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেননি কে?
উত্তরঃ সুরঞ্জিত সেনগুপ্ত
৯৬. বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন ।
উত্তরঃ আবু সাঈদ চৌধুরী।
৯৭. বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় প্রধানমন্ত্রী ছিলেন
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৯৮. বাংলাদেশের সংবিধানে কতটি অধ্যায় বা ভাগ রয়েছে ?
উত্তরঃ ১১টি
৯৯. বাংলাদেশর সংবিধানের অনুচ্ছেদ বা ধারার সংখ্যাটি কতটি ?
উত্তরঃ ১৫৩টি
১০০. বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে ?
উত্তরঃ ৭টি
১০১. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় (বড়লাট বা গভর্নর জেনারেল) কে ছিলেন ?
উত্তরঃ- Lord Mountbatten.
চাকিরর খবর ও নোটিশ পেতে আমাদের ফেইজবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন । অন্যান্য সব তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন ।