সাধারণ জ্ঞান | বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | পর্ব ২
সাধারণ জ্ঞান বিষয়টির বাংলাদেশ বিষয়াবলি হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ২নং পর্বের আলোচনা পর্ব। এই পর্বে আলোচনা করা হয়েছে বাংলাদেশের নদ-নদী, পাহাড়, পর্বত, উপতকা, জলপ্রপাত ও ঝরণা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সমুহ নিয়ে। সুতরাং আলোচনাটি মনযোগ সহকারে পড়তে থাকুন।
বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | পর্ব ২
১. বাপা বাংলাদেশের কোন আন্দোলনের নাম?
উত্তরঃ পরিবেশ আন্দোলনের নাম
২. Bangladesh Porbesh Andolon এর সংক্ষিপ্ত রুপ-
উত্তরঃ BAPA
৩. Bangladesh Porbesh Andolon এটি কোন ধরনের সংগঠন?
উত্তরঃ বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠন
৪. লালচে ও ধসূর কোন অঞ্চলের মাটির রং?
উত্তরঃ মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের
বাংলাদেশর নদ-নদী
৫. মেঘনা নদীটি বাংলাদেশের সবচেয়ে—-
উত্তরঃ বৃহৎ, প্রশস্ত, গভীর, দীর্ঘ
৬. গোয়ালন্দে কোন কোন নদী মিলিত হয়েছে?
উত্তরঃ পদ্মা ও যমুনা
৭. নদী গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ ফরিদপুর জেলায়
৮. কোন নদীতে বাঁধ তৈরি করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে?
উত্তরঃ কর্ণফুলী নদীতে চিপাই মুখী বাঁধ নির্মাণ করা হয়েছে।
৯. করতোয়া নদীর পাশে কোন ঐতিহাসিক স্থানটি অবস্থিত?
উত্তরঃ মহাস্থানগড়
১০. কোন নদীর ভাঙনের কারণে সকল জনগন সর্বস্বান্ত হয়েছে?
উত্তরঃ নদী সিকস্তি
১১. নিঝুম দ্বীপ বাংলাদেশের যে নদীর মোহনায় অবস্থিত-
উত্তরঃ মেঘনা
১২. নাফ নদী দ্বারা বিভক্ত হয়েছে
উত্তরঃ মিয়ানমার ও বাংলাদেশের সীমান্ত
১৩. সাঙ্গু নদীটি কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে?
উত্তরঃ আরাকান পাহাড় থেকে
১৪. মহানন্দা নদীটি কোন দেশ থেকে কোন দেশে প্রবেশ করেছে?
উত্তরঃ বাংলাদেশ থেকে ভারতে
১৫. কোন হাওরটি বাংলাদেশর সবচেয়ে বড় হাওর হিসেবে পরিচিত লাভ করছে?
উত্তরঃ হাকালুকির হাওর
১৬. কোন বিলটি বাংলাদেশর সবচেয়ে বড় বিল হিসেবে পরিচিত লাভ করছে?
উত্তরঃ চলন বিল
বাংলাদেশের পাহাড়, পর্বত, উপতকা, জলপ্রপাত ও ঝরণা
১৭. মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে কিসের সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ ইউরেনিয়াম
১৮. বাংলাদেশের কোন পাহাড় টি বাংলার দার্জিলিং হিসেবে পরিচিত?
উত্তরঃ চিম্বুক পাহাড়
১৯. কক্সবাজারের হিমছড়িতে কোন পানির ঝর্ণা রয়েছে?
উত্তরঃ শীতল পানির
২০. বাংলাদেশের গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে
বাংলাদেশের সম্পদ সমূহঃ
২১. বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়?
উত্তরঃ ফরিদপুর জেলায়
২২. বাংলাদেশের আখ বা ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বর্তমান নাম কি?
উত্তরঃ বাংলাদেশ সুগারক্রুপ গবেষণা ইনস্টিটিউট
২৩. বাংলাদেশ সুগারক্রুপ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঈশ্বরদী
২৪. কৃষি দিবস কবে পালিত হয়?
উত্তরঃ পহেলা অগ্রহায়ণ
২৫. ইরাটকম মূলত কিসের নাম?
উত্তরঃ উন্নত জাতের ধানের
২৬. ফাইটো হরমোন ইনডিউসার কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তরঃ স্বর্ণা সারের
২৭. SAIC কৃষি তথ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ ফার্মগেট, ঢাকা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
২৮. শস্য ভান্ডার হিসেবে সুপরিচিতি রয়েছে কোন জেলার?
উত্তরঃ বরিশাল জেলা
২৯. Super Rice হলঃ
উত্তরঃ উচ্চ ফলনশীল ধান
৩০. বৃহত্তর রংপুর জেলা কি উৎপাদনের জন্য বিখ্যাত?
উত্তরঃ সবচেয়ে বেশি তামাক উৎপাদনের জন্য
৩১. বন গবেষণা ইনস্টিটিউট টি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম
৩২. বাংলাদেশের সীমানায় সুন্দরবনের আয়তন কত বর্গমাইল?
উত্তরঃ ২৪০০ বর্গমাইল
৩৩. দিয়াশলাইয়ের কাঠির তৈরি করার জন্য কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
উত্তরঃ গেওয়া
৩৪. বাদাবন কোন বনের অন্য নাম?
উত্তরঃ সুন্দরবনের
৩৫.সামদ্রিক মাছ শিকারের জন্য কোন দিকটি সবচেয়ে বিখ্যাত?
উত্তরঃ সোনাদিয়া দ্বীপ
৩৬. বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্কটি কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ চট্টগ্রাম
৩৭. বিশ্বের কোন অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখি বেড়াতে আসে?
উত্তরঃ সাইবেরিয়া
৩৮. বাংলাদেশের গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করা হয় কত সাল থেকে?
উত্তরঃ ১৯৫৭ সাল থেকে
৩৯. প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের কোন জেলায় চালু হয়?
উত্তরঃ নরসিংদী
৪০. Dhaka Electric Supply authority এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তরঃ DESA
৪১. পানি সম্পদ বাংলাদেশের যে খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ কৃষি খাতে
৪২. প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের যে খাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?
উত্তরঃ বিদ্যুৎ উৎপাদন হাতে
৪৩. বাংলাদেশের কোন জেলায় আণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে?
উত্তরঃ পাবনা
৪৪. দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন উপজেলায় অবস্থিত?
উত্তরঃ ভেড়ামারা উপজেলায়
৪৫. বাংলাদেশের কোথায় প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপিত হয়েছে?
উত্তরঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায়
৪৬. দেশের প্রথম কোন জেলায় আর্সেনিক রোগী ধরা পড়ে?
উত্তরঃ চাপাই নবাবগঞ্জ জেলায়
৪৭. বিশ্বের মোট দারিদ্র জনসংখ্যার ভিতর বাংলাদেশে দারিদ্র জনসংখ্যা কত শতাংশ রয়েছে?
উত্তরঃ পাঁচ শতাংশ
৪৮. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা কোন সংস্থার কাজ?
উত্তরঃ IUCN
৪৯. জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানটির নাম কি?
উত্তরঃ NIPORT
৫০. বাংলাদেশের প্রধান বা এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা নিচের কোনটি?
উত্তরঃ জনসংখ্যা বৃদ্ধি
বাংলাদেশ বিষয়াবলির প্রথম পর্বের আলোচনাটি পড়তে পারেন-
- সাধারণ জ্ঞান | বাংলাদেশ বিষয়াবলি | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
আজকের আলোচনা পর্বটি কেমন হলো তা আমাদের কমেন্ট বক্সে ও ফেইজবুক পেজে জানাতে ভূলবেন না।