সাম্প্রতিক প্রশ্ন উত্তর

গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ৫০ টি প্রশ্ন ও উত্তর

যেকোনো প্রতিযোগীতামূলক পরিক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো কমন পড়তে দেখা যাই। তাই আজ গুরু্ত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ৫০ টি প্রশ্ন ও উত্তর নিয়ে ব্লগ পোস্টটি লেখা হলো। অতএব পোস্টটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ৫০ টি প্রশ্ন ও উত্তরঃ

১। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয়েছে কবে থেকে?
উত্তরঃ– ১ নভেম্বর ২০২৩ সালে।

২। বর্ষাকালীন ঝরর্ণগুলোর মধ্যে সবচেয়ে উঁচু ঝর্ণা হলো?
উত্তরঃ– লাংলোক ঝর্ণা।

৩। বাংলাদেরেশ পুলিশের কোন ইউনিট মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পালন করে?
উত্তরঃ– ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ।

৪। বাংলাদেশে ৩৭৫ সিসি মোটর সাইকেল সড়ক পথে চলার অনুমতি কবে দেওয়া হয়?
উত্তরঃ– ১১ অক্টোবর ২০২৩ সালে।

৫।  বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কত দিন?
উত্তরঃ– ১২০ দিন।

৬। বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কী?
উত্তরঃ– মারুফ হাসান।

৭। ২০২৩ সালের অক্টোবর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিজড়ের নাম কী?
উত্তরঃ– হামুন।

৮। কত তারিখে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করা হয়েছিল?
উত্তরঃ– ৭ অক্টোবর ২০২৩ তারিখে।

৯। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
উত্তরঃ– লোহাগড়া, চট্রগ্রাম।

১০। সম্প্রতি একনেক সভায় বাংলাদেশ সরকার কতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে?
উত্তরঃ– ৩৭টি প্রকল্প (৫২ হাজার ৬৬৩ কোটি  টাকা অর্থায়নে)।

১১। নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা বিচারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ– ৪১তম।

১২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) “ডক্টর অব লজ” ডিগ্রি প্রদান করা হয়েছে কত তারিখে?
উত্তরঃ– ২৯ অক্টোবর ২০২৩।

১৩। কোন বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) “ডক্টর অব লজ” ডিগ্রি প্রদান করা হয়?
উত্তরঃ– ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৪। বিশ্ব স্ট্রোক দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ– ২৯ অক্টোবর।

১৫। বর্তমানে বাংলাদেশের স্বাক্ষরতার হার কত শতাংশ?
উত্তরঃ– ৭৬.৮% শতাংশ।

১৬। একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কত তারিখ?
উত্তরঃ– ২২ অক্টোবর ২০২৩।

১৭। ২২ অক্টোবর ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে প্রাথমিক অনুমোদন দেয়?
উত্তরঃ–  নগদ ডিজিটাল ব্যাংক ও কড়ি ডিজিটাল ব্যাংক ।

১৮। বাংলাদেশে এইচপিভি টিকার কার্যক্রম শুরু হয় কবে থেকে?
উত্তরঃ–  অক্টোবর ২০২৩ সাল থেকে।

১৯। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথম পিতৃত্বকালীন ছুটি চালো করে কত তারিখ?
উত্তরঃ– ২৬ সেপ্টেম্বর ২০২৩।

২০। মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরে কবে থেকে রেলপথ চালু হয়?
উত্তরঃ– ১০ অক্টোবর ২০২৩ থেকে।

২১। ৩০ অক্টোবর ২০২৩ ইংরেজী পর্যন্ত দেশের কতটি জেলায় রেলপথ রয়েছে?
উত্তরঃ– ৪৬টি জেলায়।

২২। সম্প্রতি বাংলাদেশে রোন রোগের টিকার সফল পরীক্ষা করা হয়?
উত্তরঃ– ডেঙ্গু রোগের।

২৩। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক বিদ্যুৎ প্রকল্প কোনটি?
উত্তরঃ– রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

৩৪। রাশিয়া কবে বাংলাদেশের কাছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান আনুষ্ঠানিকভাবে প্রদান করে?
উত্তরঃ– ৫ অক্টোবর ২০২৩।

২৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় কত তারিখ?
উত্তরঃ– ২৮ অক্টোবর ২০২৩।

৩৬। বর্তমানে কোন সালকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির হিসাব করা হয়?
উত্তরঃ– ২০২১-২২।

৩৭। দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ– কক্সবাজার।

৩৮। বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কী?
উত্তরঃ– ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি।

৩৯। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার যুক্ত হন কে?
উত্তরঃ– মাইক জনসন।

৪০। ফিলিস্তিনে নিযুক্ত আরবের প্রথম রাষ্ট্রদূত এর নাম কী?
উত্তরঃ– নায়েফ বিন বান্দার আল-সুদাইরি।

৪১। নিশিমুরা ধূমকেতু কার নামে নামকরণ করা হয়?
উত্তরঃ– হিদিও নিশিমুরা (জাপান)।

৪১। ৭ অক্টোবর ২০২৩ হামাস কর্তৃক ইসরায়েলে চালানো অভিযানের নাম কী?
উত্তরঃ– অপারেশন আল-আকসা ফ্লাড।

৪২। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কত তারিখ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ– ১০ ডিসম্বের ১৯৮৭।

৪৩। ইসরায়েল গোয়েন্দা সংস্থার নাম কী?
উত্তরঃ– শিন বেট।

৪৪। ১৮তম  জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কত সালে?
উত্তরঃ– ২০২৩ সালে।

৪৫। ২০২৩ সালে কোন বিষয়ে অবদানের জন্য চিকিৎসায় নোবেল পুরূস্কার দেওয়া হয়?
উত্তরঃ– উত্তরঃ- mRNA ভ্যাকসিন গবেষনার জন্য।

৪৬। ২০২৩ সাল পর্যন্ত অর্থনীতিতে নোবেল বিজয়ী নারীর সখ্যা কত?
উত্তরঃ– ৪ জন।

৪৭। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হন কে?
উত্তরঃ– মোহাম্মদ মুইজ্জু।

৪৮। ডোমিনিকার প্রথম নারী এবং প্রথম আদিবাসী প্রেসিডেন্ট কে?
উত্তরঃ– সিলভানি বার্টন।

৪৯। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রথম নারী মহাসচিব কে?
উত্তরঃ– অ্যামি ই.পোপ।

৫০। ৭ অক্টোবর ২০২৩ কোন সংগঠন ইসরায়েলে হামলা চালায়?
উত্তরঃ–  হামাস।

সুপ্রিয়, গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ৫০ টি প্রশ্ন ও উত্তর এর আলোচনার শেষ করছি আজ এখানেই। আপনারা যদি চাকরির খবর ও চাকরির নোটিশ এর আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button