আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলি হতে যেকোনো প্রতিযোগীতামূলক পরিক্ষায় অনেক প্রশ্ন আসতে দেখা যায়। আজকের এই পোস্টে আন্তর্জাতিক সাধারণ জ্ঞান হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে আজকের আলোচনা করা হয়েছে। অতএব এই পোস্ট অত্যন্ত মনযোগ সহকারে পড়ুন।

আন্তর্জাতিক সাধারণ জ্ঞান হতে গুরুত্বপূর্ণ তথ্যাবলি

১. পৃথিবীর ফুসফুস নামে পরিচিত বনটির নাম কী?
উত্তরঃ- আমাজন (দক্ষিণ আমেরিকায় অবস্থিত)।

২. আমাজন বনের অপর নাম কী?
উত্তরঃ- ‘দ্যা লাঙ্গ অব ওয়ার্ল্ড/পৃথিবীর ফুসফুস

৩. আমাজন বন থেকে পৃথিবীর মোট অক্সিজেনের কত ভাগ পাওয়া যায়।
উত্তরঃ- প্রায় ২০ ভাগ

৪. পৃথিবীতে কাঠের ব্যবহার সবচেয়ে বেশি করা কোন কাজে?
উত্তরঃ-জ্বালানি কাজে।

৫. কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য শতকরা কত ভাগ বন ভূমি থাকা প্রয়োজন?
উত্তরঃ- ২৫% বনভূমি থাকা আবশ্যক ।

৬. বিশ্বের যে দেশে স্থলভাগের অনুপাতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে –
উত্তরঃ- ফিনল্যান্ড; প্রায় ৭৪%।

৭. এশিয়ার স্থলভাগের অনুপাতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?
উত্তরঃ- ইন্দোনেশিয়ায়; ৬৭.০৫ শতাংশ ।

৮. কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
উত্তরঃ-৫ জুন (১৯৭৪ সালে প্রথম পালন করা হয়)

৯. ১ম বন কংগ্রেস অনুষ্ঠিত হয় কবে এবং কোথায়?
উত্তরঃ-১৯২৬ সালে ইতালির রোমে।

১০. পৃথিবীর মোট আয়তনের কত শতকরা বনভূমি দ্বারা আবৃত ?
উত্তরঃ- ৩১ শতাংশ।

১১. বিশ্বে বৃহত্তম সবুজ বনাঞ্চল এর নাম কী?
উত্তরঃ-আমাজন ।

১২. বিশ্বের সর্বাধিক কোথায় বনভূমি অবস্থিত?
উত্তরঃ-রাশিয়ায়।

খনিজ সম্পদ – গুরুত্বপূর্ণ তথ্যাবলি

১৩. স্বর্ণের খনির জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তরঃ- জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।

১৪. পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত কোথায়?
উত্তরঃ- কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা।

১৫. তেল উৎপাদনে শীর্ষ দেশ
উত্তরঃ- যুক্তরাষ্ট্র (২য় সৌদি আরব)।

১৬. তেল রপ্তানিতে শীর্ষ দেশ নিম্নে কোনটি?
উত্তরঃ- সৌদি আরব।

১৭. তেল আমদানিতে শীর্ষ দেশ নিচের কোনটি?
উত্তরঃ- চীন ।

১৮. পৃথিবীর সর্বাপেক্ষা খনিজ তেল সমৃদ্ধ দেশ
উত্তরঃ-ভেনিজুয়েলা

১৯. লৌহ উৎপাদনে শীর্ষ দেশ নিম্নের কোনটি?
উত্তরঃ- অস্ট্রেলিয়া ।

২০. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটির নাম কী?
উত্তরঃ- মিথেন।

২১. বক্সাইট কিসের প্রধান আকরিক?
উত্তরঃ- অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক

২২. বিশ্বে রৌপ্য উৎপাদনকারী দেশ হিসেবে কোন দেশটির অবস্থান সবার শীর্ষে?
উত্তরঃ- মেক্সিকো

২৩. বৈদ্যুতিক তার নির্মাণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি?
উত্তরঃ- তামা (বিদ্যুৎ সুপরিবাহী বলে)।

২৪. বিশ্বে ইস্পাত উৎপাদনকারী দেশ হিসেবে কোন দেশটির অবস্থান সবার শীর্ষে?
উত্তরঃ- চীন ।

২৫. বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুত আছে কোথায়?
উত্তরঃ-রাশিয়ায়।

২৬. যুক্তরাষ্ট্রের বৃহত্তম কয়লা খনির অঞ্চলটির নাম কেী?
উত্তরঃ- অ্যাপালেশিয়ান

বিশ্বের সকল শিল্প থেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলি

২৭. শিল্প বিপ্লবের পূর্ণাঙ্গ সূচনা হয় কিসের মাধ্যমে ?
উত্তরঃ- জেমস ওয়াটের স্টিম ইঞ্জিনের মাধ্যমে ।

২৮. পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশটির নাম হলো –
উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ।

২৯. চশমা শিল্পের জন্য বিখ্যাত নিচের কোন দেশটি?
উত্তরঃ- জার্মানি

৩০. বিশ্বে কাগজ উৎপাদনকারী দেশ হিসেবে কোন দেশটির অবস্থান সবার শীর্ষে?
উত্তরঃ- চীন ।

৩১. স্কটল্যান্ডের ড্যান্ডি কিসের জন্য বিখ্যাত?
উত্তরঃ- পাট শিল্পের জন্য।

৩২. তেল শোধনাগারের জন্য ইরানের কোন শহরটি বিখ্যাত?
উত্তরঃ- আবাদান

৩৩. ঘড়ি শিল্পের জন্য পৃথিবীর বিখ্যাত সুইজারল্যান্ডের কোন শহরটি?
উত্তরঃ- জেনেভা

৩৪. প্যাপিরাস হতে প্রথম কাগজ তৈরি হয় কোথায়?
উত্তরঃ- মিশরে।

৩৫. ফরাসি বিজ্ঞানী নিকোলাস লুইস রবার্ট কোন জিনিস তৈরির মেশিন আবিষ্কার করেন?
উত্তরঃ- কাগজ তৈরির মেশিন আবিষ্কার করেন

৩৬. অটোমোবাইলের (মোটর গাড়ির) জন্য যুক্তরাষ্ট্রের কোন শহর বিখ্যাত?
উত্তরঃ- ডেট্রয়েট

৩৭. নিউজপ্রিন্ট উৎপাদনে শীর্ষ দেশ হলো-
উত্তরঃ- চীন।

৩৮. কাচ শিল্পের জন্য পৃথিবীর শীর্ষ স্থানে রয়েছে –
উত্তরঃ- চীন ।

৩৯. ইউরোপের দুটি উল্লেখযোগ্য পাটশিল্প কেন্দ্রের নাম কী?
উত্তরঃ- ইতালির তুরিন ও যুক্তরাজ্যের ড্যান্ডি।

৪০. নাইট্রেট, পটাশ ও ফসফরাস কোন শিল্পের প্রধান কাঁচামাল ?
উত্তরঃ- রাসায়নিক সার শিল্পের

আরো পড়ুনঃ

বিখ্যাত ব্যক্তি – গুরুত্বপূর্ণ তথ্যাবলি

৪১. যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জনক হলেন-
উত্তরঃ-জর্জ ওয়াশিংটন।

৪২. আব্রাহাম লিঙ্কন কত সালে গুপ্তঘাতক কর্তৃক নিহত হন?
উত্তরঃ- ১৮৬৫

৪৩. ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি’র প্রবর্তক কে ছিলেন?
উত্তরঃ- জোসেফ স্ট্যালিন।

৪৪. কামাল আতাতুর্ক হলেন-
উত্তরঃ-আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা

৪৫. হিটলার ৬০ লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করেন যা ইতিহাসে-
উত্তরঃ- ‘হলোকাস্ট’ নামে পরিচিত।

৪৬. ‘আঙ্কেল হো’ নামে পরিচিত কে?
উত্তরঃ- হো চি মিন ।

৪৭. গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা ঘোষণা করেন কত তারিখে?
উত্তরঃ- ১ অক্টোবর।

৪৮. ১৯৯৪ সালে আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কে?
উত্তরঃ-নেলসন ম্যান্ডেলা ৷

৪৯. ১৯৬৯ সালে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট এবং পিএলও এর প্রধান হন-
উত্তরঃ-ইয়াসির আরাফাত ।

৫০. ১৯৬৩ সালে ‘I Have a Dream’ শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন কে?
উত্তরঃ- মার্টিন লুথার কিং ।

 

  • যেকোন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গুলোর আপডেট পেতে আমাদের ফেইজবুক পেজটি ঘুরে আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button