অন্যান্য

অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই | এন আইডি কার্ড যাচাই

নতুন ভোটার হওয়ার পর আমাদের অনেকেরই ইচ্ছে করে নিজের এন আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র প্রস্তুত হয়েছে কি’না তা যাচাই করার। আবার অনেক সময় কিছু এন আইডি কার্ড দেখে মনে হয় এন আইডি কার্ডটি আসল নাকি নকল। তখন আমাদের যাচাই করার প্রয়োজন হয়। তাছাড়া অনলাইনে জাতীয় পরিচয় পত্রের তথ্য সঠিক কিনা তা অনুসন্ধান করে দেখার প্রয়োজন হতে পারে। 

জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য অনেক পদ্ধতি রয়েছে। কিন্তু সমস্যা হলো আমরা সবকয়টা পদ্ধতিতেই সকল তথ্য দেখতে পারি না। কিছু কিছু পদ্ধতি রয়েছে যেগুলোতে শুধু মাত্র নাম, পিতা-মাতার নাম পাওয়া যায় কিন্তু সব বিস্তারিত বা ছবি পাওয়া যায় না। আজ আপনাদের সাথে আমি যে পদ্ধতিটি আলোচনা করবো এই পদ্ধতির মাধ্যমে আপনার এন আইডি কার্ডের সকল তথ্যসহ ছবিও দেখতে পাবেন। 

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে আপনাদের জাতীয় পরিচয় পত্র/আইডি কার্ড অনলাইনের মাধ্যমে যাচাই করতে পারি।

ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই 

  • শুরুতেই আপনাদেরকে ভিজিট করতে হবে https://upension.gov.bd/ এই ওয়েবসাইটে। 
  • তারপর ডান পার্শে কর্ণারে দেখতে পাবেন  “পেনশনার রেজিস্ট্রেশন” এই বাটনটিতে ক্লিক করুন। 

এখন আপনি যে তথ্যগুলো দেখতে পাবেন সেগুলো চাইলে পড়ে নিতে পারেন। তারপর “আমি সম্মত আছি” এই বাটনে একটি ক্লিক করুন। 

এবার যে অপশনটি দেখাতে পাবেন সেখান থেকে “প্যাকেজ/স্কিম নির্বাচন করুন” এটি ক্লিক করে যেকোনো একটি প্যাকেজ নির্বাচন করে আপনার ১০ বা  ১৩ অথবা ১৭ সংখ্যার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্মতারিখ ও মোবাইল নাম্বারসহ নিচের ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন। লেখা শেষ হলে পরবর্তী পেইজ বাটনটিতে ক্লিক করুন।

জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার ও ক্যাপচা সঠিকভাবে লিখে পরবর্তী পেইজ বাটনে ক্লিক করার পর পরই আপনার মোবাইলে একটি এসএমএস যাবে উক্ত মোবাইল থেকে OTP কোডটি বসিয়ে আবারো পরবর্তী পেইজে একটি ক্লিক করে দিবেন। 

এখন আপনাদের সামনে আপনার প্রদানকৃত জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য দেখতে পাবেন। নাম, পিতা-মাতার নামসহ স্থায়ী ও বর্তমান ঠিকানাও দেখতে পাবেন। এখানে সব থেকে মজার একটি বিষয় হলো একটু নিচে গেলেই আপনি আপনার জাতীয় পরিচয় পত্র/এনআইডিতে প্রদানকৃত ছবিটিও দেখতে পাবেন।

মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই

মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য প্রথমেই প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আর সেটি হলো Online GD.। প্লে স্টোরে গিয়ে Online GD লিখে সার্চ করবেন প্রথমেই যে অ্যাপটি দেখতে পাবেন সেটিই ডাউনলোড করে নিবেন।

ডাউনলোড সম্পন্ন হলে  অ্যাপটি ওপেন করে নিন। তারপর আপনি দুটি অপশন দেখতে পাবেন। এর মধ্য থেকে বাম দিকের সবুজ বর্ণের নিবন্ধন বাটনে ক্লিক করুন। 

এখন এই পেজে আপনাকে একটি আপনার একটি সচল মোবাইল নাম্বার লিখে দিতে হবে (অবশ্যই মোবাইল আপনার হাতে রাখবেন)। নাম্বারটি লিখা হয়ে গেলে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। 

সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে। OTP কোডটি এন্ট্রি করে আবারো সাবমিট বাটনে ক্লিক করুন।

OTP সাবমিট করা হয়ে গেলে আপনার নিজের বা অন্য কারো এনআইডি/জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে পরিচয় পত্র যাচাই বাটনে ক্লিক করতে হবে।

পরিচয় পত্র যাচাই বাটনে ক্লিক করার পর আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম তারিখ, নিজের নাম, পিতা ও মাতার নাম দেখতে পাবেন। 

আপনি চাইলে “তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন” বাটনে ক্লিক করে আপনার পেইস স্কেন করে আপনার জাতীয় পরিচয় পত্র/এন আইডতে প্রদত্ত ছবিটিও দেখে নিতে পারেন। 

জাতীয় পরিচয় পত্র সম্পর্কে আরো পড়ুনঃ

জাতীয় পরিচয় পত্র কেন যাচাই করা প্রয়োজন?

আমরা অনেকগুলো কারণে আমাদের এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন বোধ করে থাকি। বিশেষ করে আমরা যখন কোন নিয়োগ দিয়ে থাকি, তখন  নিয়োগে অংশগ্রহনকারী ব্যক্তিবর্গের কাছ থেকে এনআইডি কার্ড কালেক্ট করে থাকি। সেগুলো আসল নাকি নকল তা বুঝার জন্য আমাদেরকে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে হয়।

তাছাড়া আমরা যদি বাসা ভাড়া দিয়ে থাকি তখন আমাদের বাসার নিরাপত্তার স্বার্থে তাদের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র/আইডি কার্ড নিয়ে থাকি। সেক্ষেত্রেও আমাদেরকে তা সঠিক নাকি ভুল তা বুঝার জন্য জাতীয় পরিচয় পত্র/আইডিকার্ড যাচাই করার প্রয়োজন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button