অন্যান্য

ছবি সহ ভোটার তালিকা দেখার উপায় জানুন ঘরে বসে

ভোটার তালিকা দেখার উপায় অনেকেরই অজানা। আমাদের অনেক সময় আমাদের বিশেষ কোনো কাজের জন্য ভোটার তালিকা দেখার প্রয়োজন পরে। বিভিন্ন জন বিভিন্ন প্রকারের প্রয়োজনে ভোটার তালিকা খুজে থাকেন। তাই অনেকেরই এরকম অনেক প্রশ্ন থাকে যে, কিভাবে ভোটার তালিকা পাবো? কোথায় থেকে পাবো? অনলাইন থেকে কি পাওয়া যায়? ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা কিভাবে পেতে পারি? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন প্রতিনিয়ত মাথায় আসে। আজ আমি এখানে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্ট করব।

ছবি সহ ভোটার তালিকা দেখুন

আপনারা অনেকেই অনেক সময় অহরহ ব্যক্তির কাছ থেকে শুনে থাকেন যে, ছবিসহ ভোটার তালিকা বের করা যায়। ছবিসহ ভোটার তালিকা দেখে ব্যক্তির তথ্য সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়। যদিও ছবিসহ ভোটার তালিকা বের করার ফলাফল খুবই ইন্টারেস্টিং বিষয় কিন্তু দুঃখ্যজনক হলেও এটা সত্য যে, ছবিসহ ভোটার তালিকা বের করা এতটা সহজসাধ্য বিষয় নয়।

কেননা অনলাইনে কিংবা অফলাইনে কোনোভাবেই সাধারণ মানুষ ছবিসহ ভোটার তালিকা বের করতে পারেন না। তাছাড়া এটা সত্য যে, টাকা দিয়েও ছবিসহ ভোটার তালিকা কিনতে পাওয়া যায় না। বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকা বিক্রয় করা নিষিদ্ধ। অতএব আমার অভিমত হলো অনলাইনে ছবিসহ ভোটার তালিকা সংগ্রহ করার বৃথা চেষ্টা করে নিজের মূল্যবান সময় ও ড্যাটা ব্যয় না করাই উত্তম। তারপরও ইচ্ছা হলে, চেষ্টা করে দেখতে পারেন। এটা হলো আপনার অভিরুচি।

ভোটার লিস্ট বের করার নিয়ম

যদি কোনো ব্যক্তির ভোটার তালিকা বা ভোটার লিস্ট বের করার খুব বেশি প্রয়োজন হয় তবে তারও একটি সমাধান রয়েছে। আপনি বাংলাদেশের যে অঞ্চলেরই নাগরিক হন না’কেন নিম্নোক্ত উপায়ে চাইলে ছবি বিহীন ভোটার তালিকা সংগ্রহ করতে পারেন।

ভোটার লিস্ট বের করার ১ম ধাপঃ

ছবি বিহীন ভোটার তালিকা বের করার প্রথম ধাপে আমি আপনাকে খুব সহজে ভোটার লিস্ট সংগ্রহ করার মাধ্যম বলে দিব। আপনি বাংলাদেশের যে অঞ্চলের অধিবাসী সেই অঞ্চলের ওয়ার্ড মেম্বর/কাউন্সিলর, চেয়ারম্যান/পৌর মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য/মহিলা মেম্বার অথবা যে কোন ব্যক্তি যিনি নির্বাচনকালীন সময়ে নির্বাচনের প্রার্থী ছিলেন তার নিকট থেকে সংগ্রহ করতে পারেন।

কেননা তারা সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকার সিডি ক্রয় করে তা থেকে পিডিএফ আকারে থাকা ছবি বিহীন ভোটার তালিকা প্রিন্ট করেছিলেন। ওনাদের কাছে প্রিন্টকৃত ভোটার তালিকা যেমন রয়েছে তেমনি ভোটার তালিকার সিডিও রয়েছে। তাই আপনার প্রয়োজনে ভোটার তালিকা সংগ্রহ করার একেবারে নিকটস্থ মাধ্যম হলো আপনারই এলাকার জনপ্রতিনিধি গন।

২য় ধাপঃ

ভোটার তালিকা সংগ্রহ করার গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ হলো এটি। ছবি বিহীন ভোটার তালিকা সংগ্রহ করার জন্য আপনি যদি আপনার এলাকার জনপ্রতিনিধি গনের কাছ থেকে সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনার এলাকার নিকটস্থ উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে তা সংগ্রহ করতে পারেন। নির্বাচন কমিশন অফিসে গিয়ে, সেখানে থাকা দায়িত্বশীল ব্যক্তিগনকে বললে ওনারা আপনাকে যথাসাধ্য ভোটার তালিকা পেতে সাহায্য করবেন।

৩য় ধাপঃ

উপরের দুটি ধাপ ছাড়াও আপনি ভোটার তালিকা সংগ্রহ করতে পারেন। আর সেই মাধ্যমটি হলো এলাকার জনপ্রতিনিধি গনের ন্যায় ছবি ছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় করা। ছবি বিহীন ভোটার তালিকার সিডি ক্রয় করার জন্য আপনাকে সোনালী ব্যাংক লিমিটেড এ চালানের মাধ্যমে 1/ 0601/ 0001/ 2631কোড নাম্বারে ৫০০/ টাকা ফি প্রদান করতে হবে।

ফি প্রদান করার পর আপনাকে উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি আবেদন পত্র লিখে চালানের কপিসহ তা জমা দিতে হবে। তখন উপজেলা নির্বাচন কমিশন অফিসে দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার তা মঞ্জুর করে সর্বশেষ হালনাগাদকৃত ছবি বিহীন ভোটার তালিকার একটি সিডি প্রস্তুত করে দিবেন। সেটি সংগ্রহ করে কোন এক কম্পিউটারের দোকান থেকে ভোটার লিষ্ট এর হার্ডকপি সংগ্রহ করতে পারবেন।

ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা দেখুন

এখন আপনাদের সামনে ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা দেখার একটি প্রসেস শেয়ার করব। মনযোগসহকারে এই প্রসেসটি অনুসরন করলে আপনি ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা অনলাইনের মাধ্যমেও দেখতে পারবেন। কিন্তু দুঃখ্যের বিষয় হলেও এটা সত্য যে, এই প্রসেসয়ে বাংলাদেশের সকল ইউনিয়নের ভোটার তালিকা দেখা যায় না।

ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা দেখার ১ম ধাপঃ

শুরুতেই আপনি যেকোন একটি ব্রাউজার ওপেন করবেন। তারপর সেখানে গিয়ে bangladesh.gov.bd লিখে সার্চ করবেন। অথবা এই লিংকে ক্লিক করতে পারেন। তারপর সেখানে সবার উপরে খেয়াল করে দেখুন ৮ বিভাগ নামে একটি অফশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন।

২য় ধাপঃ

৮ বিভাগে ক্লিক করার পর আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। বিভাগে ক্লিক করে আপনার বিভাগে প্রবেশ করবেন। সেখান থেকে ধারাবাহিকভাবে আপনার জেলা, উপজেলা ও ইউনিয়ন সিলেক্ট করে দিবেন।

৩য় ধাপঃ

আপনি আপনার বিভাগ সিলেক্ট করার পর উপরের মেনুতে আপনার বিভাগের পার্শে থাকা (——-”) বক্সটিতে একটি ক্লিক করে জেলা সিলেক্ট করবেন। ঠিক একইভাবে উপজেলা ও ইউনিয়ন সিলেক্ট করে দিবেন।

৪র্থ ধাপঃ

ইউনিয়ন সিলেক্ট করার পর আপনার ইউনিয়নের ওয়েবসাইটে যাবেন। তখন আপনার ইউনিয়নের ওয়েবসাইটের অনেক তথ্য দেখতে পাবেন। এর মধ্য থেকে মেইন মেনুর অধিনে থাকা বিভিন্ন তালিকা নামক অফশনটিতে একটি ক্লিক করে, চুড়ান্ত ভোটার তালিকা অফশনে ক্লিক করবেন।

চুড়ান্ত ভোটার তালিকা অফশনে ক্লিক করার পর আপনার সামনে ছবির ন্যায় ভোটার তালিকাগুলো দেখাবে তখন সেখান থেকে আপনি যে ওয়ার্ডের ভোটার তালিকা সংগ্রহ করতে চান তা সংগ্রহ করতে পারেন।

ভোটার তালিকা ডাউনলোড করার উপায়

ভোটার তালিকা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করা এতটা সহজসাধ্য বিষয় নয়। সচরাচর ভোটার তালিকা চাইলেই ডাউনলোড করা যায় না। তবে উপরোল্লিখ্যিত “ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা দেখুন” এর ধাপসমূহ অনুসরন করে একবারে ৪র্থ ধাপে এসে আপনি ছবি বিহীন ভোটার তালিকার সর্বশেষ হালনাগাদকৃত ভোটার লিস্ট এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন। চাইলে এখান থেকে ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোডও করতে পারেন।

উল্লেখ্য যে, এই প্রসেসয়ে বাংলাদেশের সকল ইউনিয়নের ভোটার তালিকা নাও পেতে পারে।

আরো পড়তে পারেনঃ

  • এন আইডি কার্ড সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম
  • অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই | এন আইডি কার্ড যাচাই

প্রিয় পাঠক আশা করি আমি আপনাদেরকে ভোটার তালিকা দেখার উপায় সম্বন্ধে সুস্পষ্ট ধারনা দিতে পেরেছি। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button