অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম
আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্যে ভুল থাকায় টেনশনে আছেন? কোন ব্যাপার না। আপনি জন্ম নিবন্ধনে থাকা ভুল তথ্যটি অনলাইনে সংশোধনের জন্য আবেদন করে তা সংশোধন করিয়ে নিতে পারেন। জন্ম নিবন্ধন সংশোধন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়।
দীর্ঘ্যদিন জন্মনিবন্ধনের সকল কার্য্যক্রম বন্ধ ছিল এখন সেটি আবোরো দেশের সকল জনসাধারনের জন্য ১০ ডিসেম্বর ২০২৩ তারিখে পূনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
যদি আপনি জন্মনিবন্ধন সনদ এর কোন তথ্য সংশোধন করতে চান তবে নিচে উল্লেখিত নিয়মগুলো অনুসরণ করে আপনার জন্মনিবন্ধন সনদটি সংশোধন করে নিতে পারেন।
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম
১ম ধাপঃ জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনাকে প্রথমেই যেকোন একটি ব্রাউজার ওপেন করতে হবে। সে ক্ষেত্রে আমি সাজেস্ট করব ক্রম ব্রাউজার। আপনি চাইলে অন্য কোনো ব্রাউজারেও করতে পারেন প্রসেস একই হবে। যাইহোক আপনি যেকোন একটি ব্রাউজারে গিয়ে লিখবেন bdris.gov.bd/br/correction তখন আপনার সামনে যে ইন্টাপ্রেসটি আসবে সেখানে আপনি লক্ষ করলে দেখতে পারবেন লিখা আছে ১। জন্মনিবন্ধন নম্বর, ২। জন্ম তারিখ। ৩। ক্যাপচা
এই তিনটি বক্স প্রথমেই আপনাকে পূরণ করতে হবে। তারপর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন।
২য় ধাপঃ আপনি অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনার দেওয়া নিবন্ধন নাম্বার যদি সঠিক হয় তবে নিবন্ধিত ব্যক্তির নামসহ পিতা-মাতার নাম ও জন্ম তারিখ দেখাবে। ঠিক এরই ডান পাশে দেখতে পাবেন একটি নীল বক্সে লিখা আছে নির্বাচন করুন। নির্বাচন করুন বাটনে ক্লিক করলেই আপনাকে বলবে আপনি কি নিশ্চিত তখন আপনি নির্বাচন করুন এটাতি ক্লিক করে কনফারর্ম বাটনে ক্লিক করলে আপনাকে পরের ধাপে নিয়ে যাবে।
বিঃদ্রঃ- : অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য অবশ্যই নিবন্ধিত ব্যক্তির জন্মনিবন্ধন সনদটি অনলাইনে থাকতে হবে। জন্মনিবন্ধন সনদ নম্বর অবশ্যই ১৭ সংখ্যার হতে হবে।
৩য় ধাপঃ এখন আপনার সামনে যে ইন্টারপ্রেসটি ওপেন হবে তাতে আপনি নিবন্ধিত ব্যক্তির ইউনিয়ন/পৌরসভাটি দেখতে পাবেন।
লক্ষ্য করুন লিখা আছে বিষয়ঃএরই পার্শে লিখা থাকবে নির্বাচন করুন। মানে আপনি কি সংশোধন করতে চান? সেটি এখান থেকে নির্বাচন করুন।
তারপর চাহিত সংশোধিত তথ্য এর ঘরে আপনি যে তথ্যটি সংশোধন করতে চান তার সঠিক বর্ণনা করোন।(সঠিক তথ্য/বানানটি লিখে দিবেন)।
তারপর সংশোধনের কারন এর ঘরে নির্বাচন করুন বাটনে ক্লিক দিয়ে আপনার সংশোধিত তথ্যের কারনটি নির্বাচন করুন। এখানে (ভুল লিপিবদ্ধ করা হয়েছিল) এটাতে ক্লিক করবেন। যদি আরো কিছু সংশোধন করতে চান তাহলে (আরো তথ্য সংযোজন করুন) বাটনে ক্লিক করে ঠিক একই প্রসেসয়ে করে দিবেন।
৪র্থ ধাপঃ এই ধাপে ঠিকানা সংক্রান্ত তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি এন্ট্রি করার পর আপনার জন্ম স্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্য দিবেন।
আপনার গ্রাম / পাড়া / মহল্লা (বাংলায় ও ইংরেজিতে), বাসা ও সড়ক ( নাম, নম্বর ), ডাকঘর (বাংলায় ও ইংরেজিতে), বিভাগ, দেশ সঠিকভাবে এন্ট্রি করুন।
৫ম ধাপঃ এখন সংযোজন করুন বাটনটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করে আপনার সংশোধিত তথ্যের প্রমানক পত্র সংযোজন করে আপলোড করে দিন। (আপলোড করা প্রতিটি ফাইল সাইজ অবশ্যই 100 কিলো বাইট বা এর থেকে কত হতে হবে।)
৬ষ্ঠ ধাপঃ নিবন্ধিত ব্যক্তির তথ্যাদি সংশোধনের জন্য যিনি আবেদন করছেন তার তথ্য প্রদান করুন। আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক নির্বাচন করুন ও আবেদনকারীর নাম, আবেদনকারীর ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল প্রদান করুন। (ইমেল বাধ্যতামুলক নয়)।
সংশোধনের আবেদনকারী পিতা-মাতা ব্যতিত অন্য কেউ হলে তার জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই প্রদান করতে হবে।
সংশোধনের আবেদনকারী যদি নিজে হয়ে থাকেন তবে নিজ সিলেক্ট করে দিবেন। অথবা যদি পিতা-মাতা হয়ে থাকেন তবে সেটিতে ক্লিক করুন। আবেদকারী নিজ কিংবা পিতা-মাতা ব্যতিত অন্য কেউ হলে তার জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর ও সঠিক সচল ফোন নম্বর প্রদান করুন।
আপনার এন্ট্রি করা সঠিক ফোন নম্বটি দিয়ে ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওটিপি প্রেরন করা হবে। উক্ত ওটিপি সঠিকভাবে এন্ট্রি করে দিবেন।
ওটিপি প্রদান করা হয়েগেলে আবারো সবকিছু এক নজর দেখে নিবেন কোন ভুল/ত্রুটি আছে কি’না। যদি সবকিছু ঠিক থাকে তবে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ফরমঃ
সাকসেস বা সফল ম্যাসেজ আসলে বুঝতে হবে, আবেদনপত্রটি সফল ভাবে সাবমিট করা হয়েছে। আবেদন দাখিল হওয়ার পর দেখতে পাবেন একটি আবেদন পত্র নম্বর থাকবে সেটি কপি করে প্রিন্ট দিবেন অথবা আবেদন পত্র নম্বরটি যেকোনোভাব সংগ্রহ করে সংশ্লিষ্ট নিবন্ধকের কাছে (ইউনিয়ন বা পৌরসভায়) গিয়ে আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে নিবেন। আবেদন পত্র প্রিন্ট করে নিয়ে আসার পর প্রয়োজনীয় সকল কাগজ পত্র নিয়ে আবারো নিবন্ধকের কাছে (ইউনিয়ন বা পৌরসভায়) গিয়ে সেটি দাখিল করুন।
কিছুদিনের (আনুমানিক ৭-১০দিন) ভিতরেই আপনি সেটি নিবন্ধকের কাছ থেকে আপনার কাংক্ষিত সঠিক জন্মনিবন্ধন সনদটি নিয়ে আসতে পারবেন।
অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন | জন্ম নিবন্ধন হোক আরও সহজে
আমরা চেষ্টা করেছি অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম সংক্রান্ত সকল বিষয়গুলো উপস্থাপন করার। এই আলোচনার ভিতরে যদি কোন ধরনের ভুলত্রুটি আপনাদের নজরে আসে তাহলে দয়া করে আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে বা আমাদের ফেইজবুক পেজে ম্যাজেস এর মাধ্যমে জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করব ভুল-ত্রুটি গুলো সংশোধন করার। ইনশাল্লাহ