পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম নিয়ে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্ন রয়েছে অডিয়েন্সদের মনে। যেমন– পুরাতন আইডি কার্ড বের করার নিয়ম, পুরাতন ভোটার আইডি কার্ড খুঁজে পাওয়ার উপায়, অনলাইনে পুরাতন আইডি কার্ড চেক করার নিয়ম ও নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার পদ্ধতিসহ প্রভৃতি।
মূলত সেই সকল অডিয়েন্সদের কথা ভেবেই আজ আমরা আমাদের এই পোস্টে, পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম সমূহ সম্পর্কে খুঁটিনাটি ইনফরমেশন সংযুক্ত করব। তাহলে আসুন জেনে নেই– পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড ও খুঁজে পাওয়ার নিয়মাবলী সম্পর্কে A টু Z.
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম খুবই সহজ। তবে এর জন্য অবশ্যই আপনার হাতে থাকতে হবে ২৩০ টাকা। কেননা অনেক আগের নিবন্ধিত হওয়া পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড বা সংগ্রহ করতে হলে রি- ইস্যু আবেদন করতে ফি হিসেবে প্রদান করতে হয় টাকা।
আমরা মূলত আজকের আলোচনার মাধ্যমে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোডের অফিশিয়াল নিয়ম ২০২৪ সম্পর্কে ধারণা প্রদান করব। তবে হ্যাঁ, পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কে জানার পাশাপাশি আপনি যদি (জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম) সম্পর্কে জানতে চান তাহলে সরাসরি ভিজিট করুন আমাদের সাজেস্টককৃত লিঙ্কে। কেননা ইতোমধ্যে এই সম্পর্কে একটি পোস্ট আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি।
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায়
পুরাতন ভোটার আইডি কার্ড বের করার অন্যতম কার্যকরী মাধ্যম হচ্ছে অনলাইন। তাই কিভাবে আপনি পুরাতন আইডি কার্ড অনলাইনে চেক করবেন সেটা জানতে নিচের অংশটুকু ভালোভাবে লক্ষ্য করুন।
প্রথমত: একটি নতুন ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং সরাসরি ভিজিট করুন ওয়েবসাইটে।
দ্বিতীয়ত: ক্লিক করুন ফ্রি নাগরিক অ্যাকাউন্ট লেখার উপর অতএব লিংকে।
তৃতীয়ত: “জন্ম নিবন্ধন এর মাধ্যম, জাতীয় পরিচয় পত্রের মাধ্যম এবং সাধারণ নিবন্ধন” এই তিনটি অপশনের মধ্যে সিলেক্ট করুন জাতীয় পরিচয় পত্রের মাধ্যমটি।
চতুর্থত: আপনার সামনে তুলে ধরা সকল প্রয়োজনীয় ইনফরমেশন পূরণ করুন এবং ক্লিক করুন “নিবন্ধন করুন” অপশনে।
পঞ্চমত: আপনার ইমেইল অথবা মোবাইল ফোনে পাঠানো ওটিপি নম্বরটি খালি বক্সে লিখুন এবং “জমা দিন বা সাবমিট” লেখাটির উপর ক্লিক করুন।
ষষ্ঠমত: লগইন অপশন এ গিয়ে নআপনার মোবাইল নম্বরে বা ইমেইলে আসা পাসওয়ার্ড বসিয়ে লগইন করুন।
সপ্তমত: login কার্য প্রক্রিয়া সম্পন্ন হলে, বা পাশের সিরিয়ালে থাকা “জাতীয় পরিচয় পত্রের তথ্য প্রিন্ট” লেখাটির উপর ক্লিক করুন। অতঃপর জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ লিখে ডাউনলোড করুন আপনার পুরাতন ভোটার আইডি কার্ড।
আর হ্যাঁ, ডাউনলোড করার পর্যায়ে মূলত আপনাকে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড ফি প্রদান করতে হবে। এর জন্য “পরিশোদ করুন” বাটনে ক্লিক করে ফ্রি প্রদানের অপশনে যাওয়ার পর ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করুন। ব্যাস শুধুমাত্র ৫ মিনিটের এইটুকু কাজ করে আপনি ঘরে বসেই পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
এখন আসুন বিস্তারিতভাবে আরও জেনে নেই– পুরাতন ভোটার আইডি কার্ড খুঁজে বের করার উপায় ও কার্য প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় আরো কিছু ইনফরমেশন।
পুরাতন আইডি কার্ড বের করার নিয়ম | পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে
ইতিমধ্যে আমরা যে ইনফরমেশন গুলো প্রদান করেছি তার মাধ্যমে আপনি Old NID Card Download করতে পারবেন অতি সহজেই। তবে হ্যাঁ পুরাতন এনআইডি কার্ড নতুন করে ডাউনলোড করার জন্য ধারাবাহিকভাবে মূলত আপনাকে চারটি ধাপ অনুসরণ করতে হবে। আর সেই ধাপগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে নিচের অংশটুকু পড়তে পারেন।
পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড এর ধাপসমূহ
- প্রথমে থানাতে সাধারণ একটি ডায়েরি করা
- অতঃপর এন আইডি সার্ভিস সাইটে রেজিস্ট্রেশন করা
- এনআইটি রিইস্যুর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা এবং
- পুরাতন আইডি কার্ড ডাউনলোড।
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় ২০২৪
থানায় সাধারণ ডায়েরি করণ নিয়ম
আপনি যদি কোন রকম ঝামেলা ছাড়া পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চান এবং সেটা আপনার প্রয়োজনীয় কাজে লাগাতে চান তাহলে সবার প্রথমে আপনাকে থানায় একটি জিডি করতে হবে। সাধারণত কোনভাবে এনআইডি কার্ড নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে আমাদের পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার প্রয়োজন পড়ে।
তাই সবার প্রথমে দেরি না করে হাজির হয়ে যান থানায়। অতঃপর জাতীয় পরিচয় পত্র হারানোর বিষয়ে একটি দরখাস্ত করুন। এ বিষয়ে অনেকেই জানতে চান, থানায় সাধারণ ডায়েরি করতে বা পুরাতন আইডি কার্ড নিয়ে জিডি করতে কত টাকা ফি প্রদান করতে হয়! এক্ষেত্রে মূলত এক টাকাও প্রয়োজন পড়ে না। তবে সঙ্গে আপনার নাম, জন্মতারিখ এবং এনআইডি নাম্বারের প্রয়োজন পড়বে। যাতে করে জিডি করার সময় এই ইনফরমেশন গুলো সঠিকভাবে প্রদান করতে পারেন।
রেজিস্ট্রেশন করনের নিয়ম
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হলে এনআইডি ওয়েবসাইটে সঠিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার পূর্বের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে শুধুমাত্র মেইল বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন অপশনে গিয়ে লগইন করতে পারবেন।
আর সেটা না হলে ইতোমধ্যে আমরা যে নিয়মটি সাজেস্ট করেছি সেই একই নিয়ম অনুসরণ করে এনআইডি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করতে হবে। তবে হ্যাঁ, আপনি চাইলে নিচের সাজেস্ট কৃত মাত্র ৩টি ধাপ অনুসরণ করেও এনআইডি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য —
প্রথমত: আমাদের সাজেস্ট কৃত এই লিংকে ভিজিট করে জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করার পর সাজেস্টকৃত ক্যাপচাটি পূরণ করুন।
দ্বিতীয়ত: স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সিলেক্ট করার পর ফেস ভেরিফিকেশন এর কার্যপ্রক্রিয়া সম্পন্ন করুন।
আর হ্যাঁ এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এনআইডি ওয়ালেট নামক একটি মোবাইল অ্যাপস।
কেননা ফেস ভেরিফিকেশন করার সময় একটি কিউআর কোড দেখানো হয়, মূলত এই কিউআর কোড স্ক্যান করার জন্য আপনি পূর্বে ইন্সটল করা এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন করে QR কোড স্ক্যান করতে পারবেন।
তৃতীয়ত: স্ক্যান কার্য প্রক্রিয়া টি সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট একটি পাসওয়ার্ড সেট করুন এবং লগইন অপশনে ক্লিক করে মেইল ও পাসওয়ার্ড বসিয়ে লগইন করার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যপ্রক্রিয়াটি সম্পন্ন করুন।
রি- ইস্যুর আবেদন করুন প্রক্রিয়া বা আবেদনের নিয়ম
আপনি যখন রেজিস্ট্রেশন কার্যপ্রক্রিয়াটি সম্পন্ন করবেন তখন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এর হোমপেজ থেকে সরাসরি ভিজিট করতে পারবেন রিইস্যু অপশনে। অতঃপর Edit বাটনে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো প্রদান করে রি- ইসু ফি পরিশোধ করার মাধ্যমে নির্ঝামেলায় আবেদন কার্যপ্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
আর হ্যাঁ, এন আই ডি রি ইস্যুর আবেদন সাবমিট করার পর সেই আবেদনটি অনুমোদিত হতে আপনাকে মোটামুটি ৭ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হবে। অতঃপর আপনি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
তো পাঠক বন্ধুরা, পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কিত আলোচনার ইতি টানছি আজ এখানেই। এ সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।