পাসপোর্ট

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে | পাসপোর্ট ফি কত টাকা?

নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে? বাংলাদেশে ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে? ঘরে বসে কি ই-পাসপোর্ট করা সম্ভব? বাংলাদেশে ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে? বা ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে? পাসপোর্ট হাতে পেতে কতদিন সময় লাগে?  এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই পোস্টটিতে। তাই আপনাকে অবশ্যই ধৈর্য্যসহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে হবে। 

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে?

বাংলাদেশে পাসপোর্ট নির্ধারণ করা হয় সাধারণত ডেলিভারির ধরন, মেয়াদ এবং পৃষ্ঠার উপর ভিত্তি করে। মূলত আপনি কতদিনের ভিতরে আপনার পাসপোর্টটি গ্রহন করতে চান এবং কত পৃষ্ঠার পাসপোর্ট চান ঠিক তার উপর নির্ভর করেই ই-পাসপোর্ট এর চার্জ নির্ধারণ করা হয়। 

বাংলাদেশে পাসপোর্ট করতে কত টাকা লাগে?

বাংলাদেশে সাধারণত তিন ধরনের ই পাসপোর্ট দেখা যায়। তবে অবশ্যই পৃ্ষ্ঠা, ডেলিভারি চার্জ ও মেয়াদের উপর ভিত্তি করে ই-পাসপোর্ট প্রদান করা হয়। এবং ই-পাসপোর্ট ফি নির্ধারণ করা হয়।

৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত?

পাঁচ বছর মেয়দি ই-পাসপোর্ট ফি কত টাকা তা জানতে হলে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই আর্টিকেলটি পড়তে হবে। আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট চান এবং কতদিনের ভিতরে চান ঠিক তার উপর ভিত্তি করেই পাসপোর্টের ফি নির্ধারণ করা হবে। 

৫ (পাঁচ) বছর  ও ১০ বছর মেয়াদি উভয় মেয়াদের ক্ষেত্রে পাসপোর্টের তিন ধরনের ডেলিভারি চার্জ রয়েছে । যথা: রেগুলার চার্জ, এক্সপ্রেস চার্জ ও সুপার এক্সপ্রেস চার্জ।

৪৮ (আট চল্লিশ) পৃষ্ঠার ৫ (পাঁচ) বছর মেয়াদি পাসপোর্টের চার্জ কত টাকা?

২১ (একুশ) দিনের রেগুলার ডেলিভারি চার্জ ৪,০২৫ (চার হাজার পচিশ) টাকা।
১০ (দশ) দিনের এক্সপ্রেস ডেলিভারি চার্জ     ৬,৩২৫ (ছয় হাজার তিনশত পচিশ) টাকা।
০২ (দুই) দিনের সুপার এক্সপ্রেস ডেলিভারি চার্জ  ৮,৬২৫ (আট হাজার ছয়শত পচিশ) টাকা।

৬৪ (চৌষট্রি) পৃষ্ঠার ৫ (পাঁচ) বছর মেয়াদি পাসপোর্টের চার্জ কত টাকা? 

২১ (একুশ) দিনের রেগুলার ডেলিভারি চার্জ ৬,৩২৫ (ছয় হাজার তিনশত পচিশ) টাকা।
১০ (দশ) দিনের এক্সপ্রেস ডেলিভারি চার্জ    ৮,৬২৫ (আট হাজার ছয়শত পচিশ) টাকা।
০২ (দুই) দিনের সুপার এক্সপ্রেস ডেলিভারি চার্জ  ১২,০৭৫ (বার হাজার পচাত্তর) টাকা।

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত টাকা?

১০ (দশ) বছর মেয়াদি ই পাসপোর্ট ফি মূলত ৫ (পাঁচ) বছর মেয়াদি ই পাসপোর্টের তুলনায় একটু বেশি। ১০ (দশ) বছর মেয়াদি পাসপোর্টের রয়েছে তিন ধরনের ডেলিভারি চার্জ। ডেলিভারির সময় এবং পাসপোর্টের পৃষ্ঠার উপর ভিত্তি করে ই-পাসপোর্ট এর চার্জ একটু কম বেশি হয়ে থাকে। ডেলিভারি চার্জ ও পৃষ্ঠার উপর ভিত্তি করে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কত টাকা লাগবে তা নিচে স্পষ্ঠভাবে আলোচনা করা হলো:

৪৮ (আট চল্লিশ) পৃষ্ঠার ১০ (দশ) বছর মেয়াদি পাসপোর্টের চার্জ কত টাকা?

২১ (একুশ) দিনের রেগুলার ডেলিভারি চার্জ ৫,৭৫০ (পাঁচ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
১০ (দশ) দিনের এক্সপ্রেস ডেলিভারি চার্জ    ৮,০৫০ (আট হাজার পঞ্চাশ) টাকা।
০২ (দুই) দিনের সুপার এক্সপ্রেস ডেলিভারি চার্জ  ১০,৩৫০ (দশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

৬৪ (চৌষট্রি) পৃষ্ঠার ১০ (দশ) বছর মেয়াদি পাসপোর্টের চার্জ কত টাকা? 

২১ (একুশ) দিনের রেগুলার ডেলিভারি চার্জ  ৮,০৫০ (আট হাজার পঞ্চাশ) টাকা।
১০ (দশ) দিনের এক্সপ্রেস ডেলিভারি চার্জ ১০,৩৫০ (দশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।
০২ (দুই) দিনের সুপার এক্সপ্রেস ডেলিভারি চার্জ  ১৩,৮০০ (তের হাজার আটশত) টাকা।

প্রিয় পাঠক আমি একেবারে সহজ ও সাবলীল ভাষায় ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে এই বিষয়ে সম্পূর্ণ ধারনা দিতে চেষ্ট করেছি। আশাকরি আপনি আমাদের এই আর্টিকেল পড়ার পর বাংলাদেশে নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে এই বিষয়ে আপনি একটি সু-স্পষ্ট ধারণা পেয়েছেন। 

পাসপোর্ট সম্পর্কে আরো পড়ুনঃ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button