অন্যান্য

ভোটার হওয়ার নতুন নিয়ম | নতুন ভোটার হতে কি কি লাগে?

যাদের বয়স ১৬ বছরেরও বেশি হয়েছে কিন্তু এখনো দেশের ভোটার হতে পারেননি তারা তিন পদ্ধতিতে ভোটার হতে পারেন। সরাসরি অনলাইনের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট services.nidw.gov.bd ব্যবহার করে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারেন।

অথবা সরাসরি নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার নিবন্ধন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়ে। আবার প্রতি ৩ বছর অন্তর ভোটার হালনাগাদ করা হয়, এবং প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে কার্য্যক্রম চালায়, তখন সেখানে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রদান পরেও ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারেন।

নতুন ভোটার হতে কি কি লাগে?/এনআইডি (NID) করতে কি কি লাগে?

এনআইডি (NID) বা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে যা যা লাগবে তা নিম্নরূপঃ

এনআইডি (NID) বা নতুন ভোটার হওয়ার রেজিস্ট্রেশন ফরম পূরণের পূর্বে অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখতে হবে। 

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
  • বাবা/মা অথবা স্বামী/স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি।
  • নাগরিক সনদপত্র।
  • চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র(এই মর্মে যে, আপনি ইতিপূর্বে অন্য কোথায় ভোটার হননি)
  • সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/সনদের সত্যায়িত ফটোকপি। (শিক্ষিত হলে)
  • বিদ্যুৎ বিলের কাগজ/ গ্যাস বিল এর কাগজ/ খাজনার রশিদ/ জমির কাগজ।
  • রক্তের গ্রুপ পরীক্ষা করা হলে তার ফটোকপি।
  • অনলাইনে আবেদন সম্পন্ন হলে আবেদনপত্রের প্রিন্ট কপি।

অনলাইনে আবেদন সম্পন্ন করে, এই ডকুমেন্টস গুলো এবং আবেদনপত্রের প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে গিয়ে অবশ্যই জমা দিতে হবে।

নতুন ভোটার হওয়ার জন্য অনলাইন আবেদন

অনলাইনের মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তারপর অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করে আবেদনটি সাবমিট করতে হবে।

পরবর্তীতে আবেদনপত্রের প্রিন্ট কপির সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে। কিছুদিন পরে কোন এক নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করে আসলে কিছুদিনের ভিতরেই আপনার ফোনে এসএমএসের মাধ্যমে ভোটার আইডি নাম্বার জানিয়ে দেওয়া হবে। তখন ঘরে বসেই অনলাইন এনআইড (NID) কার্ড ডাউনলোড করতে পারবেন।

নিম্নলিখিত ধাপ অনুসরন করে অনলাইনের মাধ্যমে নতুন ভোটার হওয়ার জন্য ঘরে বসেই আবেদন করতে পারবেন।

ধাপ ১ঃ অ্যাকাউন্ট রেজিস্টার

শুরুতেই আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে  আবেদন করুন বাটনে ক্লিক করলে আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/register-account এই অবস্থানে নিয়ে আসবে। এখানে আপনার ইংরেজী নাম, জন্ম তারিখ ও ক্যাপচা সঠিকভাবে প্রদান করে বহাল বাটনে ক্লিক করে যথাযতভাবে একাউন রেজিস্টার করতে হবে।

ধাপ ২ঃ ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।

অ্যাকাউন্ট রেজিস্টার সম্পন্ন হলে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসা হবে। তখন বিস্তারিত প্রোফাইল বাটনে ক্লিক করুন। এখানে এককোনে দেখতে পাবেন এডিট নামে আরেকটি বাটন আছে সেখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ধারাবাহিকভাবে আপনার ব্যক্তিগত সকল তথ্য প্রদান করবেন। যেমন: আপনার নাম ইংরেজিতে ও বাংলায়, জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয়তা, পিতা ও মাতার তথ্য। যদি পিতা-মাতা মৃত হয় তাহলে “মৃত” বাটনে ক্লিক করবেন।

তারপরে অভিভাবকের তথ্য। এখানে আপনি আপনার পিতা/মাতা/ভাইয়ের তথ্য দিতে পারেন। এরপরে বৈবাহিক অবস্থান নির্বাচন করতে হবে।  বিবাহিত হলে স্বামী/স্ত্রীর তথ্য প্রদান করতে হবে। এই ধাপের তথ্য প্রদান করা হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ৩ঃ অন্যান্য তথ্য প্রদান

এখানে আপনাকে আপনার অন্যান্য তথ্য প্রদান করতে হবে। এই ধাপে প্রথমেই আপনার শিক্ষাগত যোগ্যতা বাংলায় সিলেক্ট করুন, এরপরে পেশা, ও ধর্ম সিলেক্ট করে অন্য তথ্যগুলো সম্ভব হলে দিতে পারেন, না দিলেও কোন সমস্যা হবেনা।

ধাপ ৩ঃ ঠিকানা প্রদান

এই ধাপে প্রথমে আপনার দেশ সিলেক্ট করে ভোটার ঠিকানা সিলেক্ট করবেন তারপর বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা যথাযতভাবে এন্ট্রি করে দিবেন। একটা বিষয় মনে রাখবেন উক্ত আবেদন প্রক্রিয়ায় লাল রংয়ের  (*) স্টার চিহ্ন দেওয়া অফশনগুলো অবশ্যই পূরণ করতে হবে।

ধাপ ৪ঃ আবেদন সাবমিট  

ঠিকানা বসিয়ে পরবর্তী বাটনে ক্লিক করার পরে আপনাদের কাগজপত্র প্রদান করার ধাপে নিয়ে যাবে। কিন্তু অনলাইনে আবেদন করার সময় এখানে কোন  ধরনের কাগজপত্র প্রদান করার প্রয়োজন হয়না। তাই এই ধাপ থেকে আবারো পরবর্তী বাটনে ক্লিক করুন। সেখানে গিয়ে দেখতে পাবেন সাবমিট বাটন রয়েছে। অত:পর সাবমিট বাটনে ক্লিক করুন। অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে আবারো সকল তথ্য ঠিক আছে কি’না তা দেখে নিবেন।

ধাপ ৫ঃ আবেদন পত্রের প্রিন্ট কপি ডাউনলোড 

যথাযথভাবে উপরোক্ত ধাপগুলো সম্পন্ন করে সাবমিট করার পর দেখতে পাবেন আপনার সামনে আরেকটি নতুন ইন্টারপ্রেস ওপেন হবে সেখানে লিখা থাকবে যে, আপনার একটি অ্যাপ্লিকেশান পেন্ডিং রয়েছে। তারই ডান পার্শে দেখতে পাবেন লিখা আছে ডাউনলোড এখানে ক্লিক করে আপনি আপনার নতুন ভোটার হওয়ার আবেদন পত্রের প্রিন্ট কপি ডাউনলোড করে নিবেন। উক্ত আবেদন কপিটি প্রিন্ট করে আপনার এলাকার মেম্বার কর্তৃক স্বাক্ষর ও তার ভোটার আইডি কার্ড নম্বার বসিয়ে  সংশ্লিষ্ট নির্বাচন অফিসে প্রয়োজনীয় সকল ডকুমেন্টসসহ জমা দিবেন।

নতুন ভোটার হতে কতদিন সময় লাগে?

আবেদনকৃত ফরম ও প্রয়োজনীয় সকল ডকুমেন্টসসহ জমা দেওয়ার পর নির্দিষ্ট তারিখে বায়োমেট্রিক ও ছবি প্রদানের ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে 105 নাম্বার থেকে SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের নম্বর ও এর স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে। উক্ত ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে  Nidw ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাওনলোড করতে পারবেন।

ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগে?

এনআইডি কার্ড করার জন্য সরকারিভাবে অর্থের প্রয়োজন হয় না। নির্বাচন অফিসে গিয়ে অথবা ভোটার নিবন্ধন কার্যক্রমে উপস্থিত হয়ে যথাযথ ডকুমেন্টস সাবমিট এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ভোটার নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে সময় একটু বেশি লাগবে । তবে আপনি যদি কোন কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন সেক্ষেত্রে আবেদন খরচ ও প্রিন্ট বাবত ১০০ থেকে ২৫০ টাকা প্রয়োজন হতে পারে। স্থানভেদে ও দোকান ভেদে আবেদন খরচ ভিন্ন হতে পারে।

 

চাকরির খবর ও নোটিশ পেতে আমাদের ফেইজবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন । অন্যান্য সব তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button