ভ্রমণ গাইড

সিলেট ভ্রমণের সকল তথ্য (দর্শনীয় স্থান এবং ভ্রমণ গাইড)

প্রাকৃতিক সৌন্দর্যের রানী হিসেবে খ্যাত বাংলাদেশের সিলেট বিভাগ। এই বিভাগের প্রতিটি জায়গায় যেন তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভ্রমণ পিপাসু মানুষকে আকর্ষণ করে থাকে। ভ্রমণ বিপাসু মানুষের কাছে এই সিলেট বিভাগটি ভ্রমণ করার জন্য সব সময় সবার উপরে থাকে। এই সিলেটে বেড়ানোর জন্য রয়েছে পাহাড়, হাওর, নদী, ঝর্ণা ইত্যাদি।

ঢাকা থেকে সিলেটঃ

প্রতিদিন ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে সিলেটের উদ্দেশ্যে আলাদা আলাদা কোম্পানির অনেকগুলো বাস (হানিফ, শ্যামলী, এনা, গ্রীনলাইন) ভিন্ন ভিন্ন সময়ে ছেড়ে যায়। এসি, নন এসি এগুলোর ভাড়া ৯০০থেকে প্রায় ২০০০ কাছাকাছি পড়বে।

এছাড়াও ঢাকা থেকে ট্রেনের (উপবন এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস,কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস) মাধ্যমে সরাসরি সিলেটে যাওয়া যায় । ট্রেনের ভাড়া ৩২০ টাকা থেকে ৯৫৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। এসি রুমের জন্য সাথে ১৫% এক্সট্রা ভ্যাট দিতে হয়।

আপনি চাইলে আকাশপথেও সিলেটে যেতে পারবেন। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিমানের মাধ্যমে সিলেটের ওসমানী বিমান বন্দরে নেমে, সিলেট ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে আপনার খরচ পড়বে ৩২০০ টাকা বা তার বেশি ।

থাকবেন কোথায়?

সিলেটে থাকার জন্য বিভিন্ন ধরনের বাজেটের হোটেল পাবেন। কোন বাজেট থেকে বেশি বাজেটের আপনার পছন্দ মতো হোটেল বা রিসোর্টগুলো এই সিলেটে রয়েছে।

১. হোটেল ফরচুন গার্ডেন
২. হোটেল ডালাস
৩. হোটেল হিলটাউন
৪. হোটেল গার্ডেন ইন
৫. হোটেল পলাশ
৬. হোটেল দরগাগেইট
৭. হোটেল মুন লাইট
৮. হোটেল উর্মি
৯. হোটেল গুলশান সেন্টার

খাবেন কোথায়?

সিলেটে খাওয়া দাওয়া করার জন্য নামিদামি অনেক হোটেল রয়েছে। এসব হোটেল গুলোতে কম দামি থেকে শুরু করে বেশি দামের খাবার পাওয়া যায়। পানসি, পাঁচ ভাই ও উন্ডাল এই তিনটি হোটেলের ভালোমানের খাবারের জন্য খ্যাতি রয়েছে।

রাতারগুল সোয়াম্প ফরেস্ট:

বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবনটি অবস্থিত সিলেট জেলায়। সিলেট শহর থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে গোয়ানঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত। এই বনটির আয়তন প্রায় ৩,৩২৫.৬১ একর। এর ভিতরে ৫০৪ একরের বোন রয়েছে আর বাকি অংশগুলো ছোট বড় জলাশয় দিয়ে পূর্ণ। সিলেটের সুন্দরবন হিসাবে পরিচিত এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট।এই বনটি বছরের প্রায় অর্ধেকটার সময় পানির নিচে থাকে।

জাফলং-

ভ্রমণপিপাসু মানুষের অন্যতম একটি স্থান হল সিলেটে অবস্থিত জাফলং। সিলেটের মূল শহর থেকে ৬২ কিলোমিটার দূরে জাফলং অবস্থিত। ভারতের মেঘালয়ের রাজ্যের সীমান্ত ঘেষা জাফলং, তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। দেশি-বিদেশি ভ্রমণপিপাসু মানুষের কাছে জাফলং তার প্রকৃতির অপরুপ সৌন্দর্যের জন্য প্রাকৃতিক কন্যা হিসেবে খ্যাতি অর্জন করেছে।

লাক্কাতুরা চা বাগানঃ

সিলেটের ওসমান বিমানবন্দরের সড়কের সাথেই অবস্থিত লাক্কাতুরা চা বাগান। এই চা বাগানটি ২৯৩ হেক্টর বা ৩২০০ একর এলাকা জুড়ে বিস্তৃত। এই লাক্কাতুরা চা বাগানটি অসংখ্য ছোট বড় পাহাড় দিয়ে ঘেরা। এটি বাংলাদেশের বৃহত্তম চা বাগান গুলোর ভিতরে একটি। এখান থেকে বছরে প্রায় পঞ্চাশ হাজার কেজি চা উৎপাদিত হয়। এগুলো কিসের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাইরের দেশগুলোতে রপ্তানি করা হয়।

এগুলো ছাড়াও সিলেট বিভাগে আরো বেড়ানোর মতো অনেক জায়গা রয়েছে যেগুলো নিচে উল্লেখ করা হলোঃ
১. আলী আমজদের ঘড়ি
২. বিছনাকান্দি
৩. ভোলাগঞ্জ
৪. লোভাছড়া
৫. হযরত শাহজালাল (রঃ) মাজার
৬. সংগ্রামপুঞ্জি ঝর্ণা
৭. তামাবিল
৮. সিলেট শাহী ঈদগাহ
৯. জিতু মিয়ার বাড়ী
১০. পান্থুমাই ঝর্ণা
১১. লক্ষনছড়া
১২. ক্বীন ব্রীজ
১৩. মালনীছড়া চা বাগান
১৪. জৈন্তা হিল রিসোর্ট
১৫. ড্রিমল্যান্ড পার্ক
১৬. নাজিমগড় গার্ডেন রিসোর্ট
১৭. সাতছড়ি জাতীয় উদ্যান
১৮. লালাখাল
১৯. হাকালুকি হাওর
২০. ডিবির হাওর

কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? (ভ্রমণের সকল তথ্য)

বাংলাদেশের সিলেট বিভাগ টি সকল এর কাছে বেড়ানোর জায়গা হিসেবেই বেশি পরিচিত কারণ আপনি সিলেট বিভাগের যে প্রান্তেই যেতে চান সেখানে বেড়ানোর জায়গা পেয়ে যাবেন। আজকে সিলেট বিভাগ নিয়ে আর বেশি কিছু লিখলাম না। সামনের দিন থেকে সিলেট বিভাগের ভ্রমণ করার মত প্রতিটি জায়গা গুলো নিয়ে সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।

সিলেট ভ্রমণের উপযুক্ত সময়ঃ

সিলেট ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো মাস বা সময় সময় সম্পর্কে বলা খুবই কষ্ট সাধ্য ব্যাপার। কারণ আবহাওয়ার পরিবর্তনের ফলে সিলেটে প্রায় বছরের সময় ভ্রমণ করা যায়। তবে এই কথাটির অস্বীকার উপায় নেই বর্ষার সময়টাই হলো সিলেট ভ্রমণের সবচেয়ে আদর্শ বা মূখ্য সময়। সিলেট ভ্রমণের উপযুক্ত সময় সম্পর্কে আরো একটি কথা বলা যায় বর্ষার মাঝামাঝি থেকে শেষের সময় ভ্রমণ করাই সবচেয়ে উত্তম।

 

চাকরির নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য পেতে আমাদের ফেইজবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন । ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button