ভ্রমণ গাইড

জাফলং কিসের জন্য বিখ্যাত? (ভ্রমণের সকল তথ্য)

ভ্রমণের জন্য অন্যতম বিখ্যাত হলো সিলেটের জাফলং। জাফলং এর দুরত্ব সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার। ভারতের মেঘালয়ের সিমান্তের গাঁ ঘেসে খাসিয়া ও জৈন্তা পাহাড়ের মধ্যাবর্তী সাথে স্থানে অসস্থিত। এখানে পাহাড় ও নদীর সম্মিলন হওয়ার ফলে ভ্রমণপিপাসুদের কাছে এই স্থান অন্যতম একটি আর্কষণ।

এই জাফলং আবার ভ্রমণকারিদের কাছে পাথরের জন্য বিখ্যাত। পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছা পানির ধারা ও ঝুলন্ত ডাউকি সেতুর মনোমুগ্ধকর পরিবেশ দেখে আপনি হারিয়ে যাবেন কোন এক অজানায়। বর্ষা ও শীতের মৌসুমে এখানকার পরিবেশটা তার সৌন্দর্যেকে আরো বাড়িয়ে দেয়।

জাফলং যাবেন কিভাবে?

আপনি সরাসরি ঢাকার যেকোনো বাস টার্মিনাল থেকে সিলেট গামী বাসে (হানিফ, শ্যামলী, এনা, গ্রীনলাইন) টিকিট করে চলে আসতে পারেন। সিলেট থেকে জাফলং এর ৬২ কিলোমিটার দুরত্ব হওয়া ফলে জাফলং এ আসতে আরো দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মতো সময় বেশি লাগতে পারে।

সিলেটের কদমতলী থেকে জাফলং এর উদ্দেশ্য বাস, লেগুনা, মাইক্রোবাস ছেড়ে যায়। আপনি চাইলে এগুলোর মাধ্যমে যেতে পারবেন ভাড়া পড়বে ১০০-২০০ টাকার ভিতরে। এছাড়াও আপনি লোকাল বাসের মাধ্যমে সিলেট থেকে জাফলং যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে ৭০-১৫০ টাকার ভিতের।

আপনারা ৫-১৫ জন মিলে জাফলং যেতে চান তাহলে লেগুনা, বাস বা মাইক্রো বাস রিজার্ভ করতে পারেন। সিলেটের বন্দরবাজার হতে এসব গাড়ি গুলো রিজার্ভ পাওয়া। লেগুনা, বাস বা মাইক্রোবাস এগুলো সারা দিনের জন্য রিজার্ভ করতে চাইলে খরচ আসবে ১৫০০-৬০০০(গাড়ি ভেদে ভাড়া ভিন্ন ভিন্ন হতে পারে) টাকা পর্যন্ত।

জাফলং এ দর্শনীয় স্থানঃ

জাফলং এ ভারতের ছোট বড় পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার পানি একজন ভ্রমনপিপাসু মানুষকে মুগ্ধ করবে। এছাড়াও ভারতের ঝুলন্ত ডাউকি সেতুর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি ও মুগ্ধ হয়ে যাবেন। বর্ষার মৌসুমে ডাউকি নদীতে পানির পরিমান বৃদ্ধি পায় এবং পানি স্বচ্ছতা বোঝা যায়।

আপনি যদি বর্ষার সময় কখন বেড়াতে যান তাহলে পানির স্বচ্ছতা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। তাছাড়া পাহাড়ের উপর দিয়ে ভেসে যাওয়া মেঘের দৃশ্য আপনাকে নিয়ে যাবে কোনো এক অজনা কল্পনায়। সাধারণ শীত ও বর্ষার মৌসুমে এখানে বেড়াতে আসা ভালো।

রাত্রিযাপনঃ

সারাদিনের ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য একটি হোটেল বা রিসোর্ট এর প্রয়োজন পড়ে। এক্ষেত্রে ভ্রমণ পিপাসুরা সিলটের মেইন শহরের হোটেল ও রিচোর্ট গুলোকে প্রধান্য দেয় বেশি। সিলেট শহরের দরগা গেইট থেকে কদমতলী পর্যন্ত ভিন্ন ভিন্ন মানে হোটেল পেয়ে যাবেন। আর আপনি যদি জাফলং এই থেকে যেতে চান তাহলে সেখানেও কয়েকটি ভালো মানে হোটেল বা রিসোর্ট (জাফলং ইন হোটেল, হোটল প্যারিস, জৈন্তিয়া হিল রিসোর্ট) পেয়ে যাবেন।

জাফলং এ খাওয়া দাওয়াঃ

প্রতিটি পর্যটক এলাকায় খাওয়া দাওয়া করা জন্য বিভিন্নমানের হোটেল বা রেস্টুরেন্ট থাকে । এক্ষেত্রে জাফলং তার ব্যতিক্রম নয়। এখানে খাওয়া দাওয়া করার জন্য ভিন্ন ভিন্ন মানের হোটেল রয়েছে সেগুলো খাওয়া করতে পারেন। খাওয়া দাওয়া খরচ মূলত আপনার নিজের উপর নির্ভর করে। এখানে সকালের নাস্তা ৫০ টাকা থেকে শুরু করে দুপুরের ও রাতের খাবার ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। জাফলং এর কিছু খাবার হোটেলের নাম হলোঃ

১. জাফলং ভিউ রেস্টুরেন্ট
২. সীমান্ত ভিউ রেস্টুরেন্ট
৩. জাফলং পর্যটক রেস্টুরেন্ট

 

চাকিরর খবর ও নোটিশ পেতে আমাদের ফেইজবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন । অন্যান্য সব তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button