৭০টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
সুপ্রিয় পাঠকবৃন্দ, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের বিশেষ আলোচনা। সুতরাং সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তরগুলো মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সমুহঃ
১। বাংলাদেশ নবায়ণযোগ্য শক্তির সম্ভাবনার বিচারে বিশ্বে অবস্থান কততম স্থানে রয়েছে?
উত্তরঃ ৪১ তম।
২। আগামী ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ পাকিস্তানে।
৩। বাংলাদেশের মোট কত শতক জমি ব্যবহার করে নবায়ণযোগ্য শক্তির মাধ্যমে সম্পপূর্ণ জ্বালানি
চাহিদা মেটানো সম্ভব?
উত্তরঃ মোট জমির ৪ শতক।
৪। বঙ্গবন্ধু সামরিক যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার বিজয় সরনীতে।
৫। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ এ গানটির রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী।
৬। গ্রামীণ এলাকার পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়াতে এই প্রকল্পটির জন্য
বাংলাদেশকে এশিয়া উন্নয়ন ব্যাংক কত ডলার ঋণ দিয়ে সহায়তা প্রদান করবে?
উত্তরঃ ১০ কোটি ৬০ লাখ ডলার।
৭। দেশের জাতীয় সৌরশক্তি রোডম্যাপ অনুযায়ী ২০৪১ সাল নাগাদ নবায়ণযোগ্য শক্তি থেকে কত গিগাওয়া বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়?
বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা
উত্তরঃ ৪০ গিগাওয়া।
৮। আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ইঁদুরের ভ্রুণ বেড়ে উঠেছে বলে দাবি করেছে
কোন দেশের বিজ্ঞানীরা?
উত্তরঃ জাপানের বিজ্ঞানীরা।
৯। ১০:৬ অনুপাত কোন দেশের জাতীয় পতাকার?
উত্তরঃ বাংলাদেশের
১০। বেলারুশের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আলেক্সান্দার লুকাশেঙ্কো।
১১। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশে মোট কতটি মডেল মসজিদ নির্মিত হচ্ছে?
উত্তরঃ ৫৬০টি।
১২। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম টানেল উদ্বোধন উপলক্ষে কত টাকা মূল্যমানের স্মারক
নোট অবমুক্ত করেন?
উত্তরঃ ৫০ টাকা।
১৩। জাতিসংষের সাধারণ পরিষদে ‘গাজায় যুদ্ধবিরতির আহ্বানের পক্ষে ভোট দেয় কয়টি দেশ?
উত্তরঃ ১২০টি (বিপক্ষে ১৪টি, বাংলাদেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়)।
১৪। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ফ্রান্সের প্যারিসের লিওঁ।
১৫। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্টের নাম কী?
উত্তরঃ ভুটান।
১৬। ধান, গম ও ভুট্রাবীজ সংরক্ষনের জন্য বিশেষ ব্যাগ-
উত্তরঃ পলিকোটেড জুট ব্যাগ।
১৭। দেশের প্রথম আইসিটি ইনকিউবেটর কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তরঃ চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
১৮। পাম তেল মিশ্রিত জ্বালানি দিয়ে প্রথমবারের মতো বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে-
উত্তরঃ ইন্দোনেশিয়া।
১৯। কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বঙ্গবন্ধু টার্নেল নির্মিত হয়েছে?
উত্তরঃ চীন।
২০। আন্তর্জাতিক জলবায়ূবিশেষজ্ঞ অধ্যাপক সামিউল ব্রিটিশ সরকার সম্মানজনক কোন উপাধিতে
ভূষিত করেছিল?
উত্তরঃ অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (২৯ অক্টোবর ২০২৩ তিনি মৃত্যুবরণ
করনে)।
২১। বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান টানেল টচ্রগ্রামের কোন দুটি উপজেলাকে সংযুক্ত করবে?
উত্তরঃ পতেঙ্গা ও আনোয়ারা উপজেলা।
২২। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিজড় ‘ওটিসি’ কোন দেশে আঘাত হেনেছি?
উত্তরঃ মেক্সিকো।
২৩। সম্প্রতি গুপ্তচরবৃত্তির জন্য ভারতের ৮ নাগরিককে মৃত্যুদন্ড দিয়েছে কোন দেশ?
উত্তরঃ কাতার।
২৪। মালয়েশিয়ার ১৭তম রাজা নির্বাটিত হয়েছেন কে?
উত্তরঃ সুলতান ইব্রাহিম।
২৫। মাননীয় প্রধানমন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে কতটি চুক্তি
স্বাক্ষর করেন?
উত্তরঃ ৫টি চুক্তি।
২৬। ‘ডুরান্ড লাইন’ কোন দুটি দেশের সীমারেখা?
উত্তরঃ পাকিস্তান ও আফগানিস্তান।
২৭। IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশের
অবস্থান কত হবে?
উত্তরঃ ১৬তম।
২৮। বঙ্গবন্ধু টানেলের ভূমিকম্প সহনীয় মাত্রা ক?
উত্তরঃ ৭.৫ (রিখটার স্কেলে)।
২৯। বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণে মোট ব্যয়-
উত্তরঃ ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা।
৩০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ২৮ অক্টোবর ২০২৩ ইংরেজী।
৩১। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহন করেছিলেন কবে?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
৩২। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি?
উত্তরঃ ৩টি।
৩২। বাংলাদেশের সমুদ্র বন্দগুলো কি কি?
উত্তরঃ চট্রগ্রাম, মংলা ও পায়রা।
৩৩। সোনারগাঁও এর পূর্ব নাম কী?
উত্তরঃ সবর্ণগ্রাম।
৩৪। আরাকান রাজ্য সভার প্রথম বাঙ্গালি কবি কে?
উত্তরঃ আলাউল।
৩৫। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের তথ্যমতে, দেশে বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতে কতসাল পর্যন্ত
জ্বালানি মজুদ আছে?
উত্তরঃ ২০৩১ সাল।
৩৬। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ-পশ্চিম জার্মানির বাডেন-ওয়ার্টেমবার্গ রাজ্যে।
৩৭। ব্লাক ফরেস্ট এর সর্বোচ্চ শিখরটির নাম কি?
উত্তরঃ ফিল্ডবার্গ।
৩৮। ‘পক প্রনালী’ কোন দুটি দেশকে পৃথক করেছে?
উত্তরঃ ভারত ও শ্রীলক্ষা।
৩৯। জাতীয় নদী রক্ষা কমিশনের মতে বর্তমানে দেশে নদ-নদীর সংখ্যা ৭৭০টির বেশি। বিশ্ব নদী
দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তরঃ ২৭ সেপ্টেম্বর।
৪০। বিশ্ব স্বাস্য সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভায়।
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২৩
৪১। বাংলাদেশে সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কত?
উত্তরঃ ১৫৩ টি।
৪২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর।
৪৩। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে?
উত্তরঃ ২ মার্চ ১৯৭১ সালে।
৪৪। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে?
উত্তরঃ আ স ম আব্দুর রব।
৪৫। রোহিঙ্গ শরণার্থীদের কোথায় পুর্নবাসন করা হয়েছে?
উত্তরঃ নোয়াখালীর ভাসানচরে।
৪৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (২৯ অক্টোবর, ২০২৩ ইংরেজী)।
৪৭। বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন কোন দেশের পতাকার?
উত্তরঃ জাপান ও পালাউ।
৪৮। ‘সূর্য্য কন্যা’ বলা হয় কোন সমুদ্র সৈকতকে?
উত্তরঃ কুয়াকাটাকে।
৪৯। সমুদ্রের বধু বলা হয় কোন দেশকে?
উত্তরঃ গ্রেট ব্রিটেনকে।
- বাংলা সাহিত্য সম্পর্কিত ৮০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | সাধারণ জ্ঞান
৫০। IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের প্রবৃ্দ্ধি হবে-
উত্তরঃ ৬.০ শতাংশ।
৫১। বিশ্ব স্বাস্য সংস্থার বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ ট্রেড্রস আধানোম।
৫২। গ্রান্ড রেনেসাঁ কোন দেশে নির্মাণ করা হচ্ছে?
উত্তরঃ ইথিওপিয়া।
৫৩। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ ২ ও ৩নং সেক্টরের অধীন ছিল।
৫৪। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবী কী ছিল?
উত্তরঃ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
৫৫। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে নদীর তলদেশে টানেল নির্মাণ করেছে?
উত্তরঃ প্রথম।
৫৬। প্রতি বছর কত তারিখ জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়?
উত্তরঃ ২৪ অক্টোবর।
৫৭। জতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন?
উত্তরঃ হুমায়ুন রশীদ চৌধুরী।
৫৮। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কোন দেশ সম্প্রতি জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে?
উত্তরঃ জর্ডান।
৫৯। অলিখিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম কি?
উত্তরঃ যুক্তরাজ্য।
৬০। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা নদীর তীরে।
- বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত ১২০টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
৬১। কোন বাঙ্গালী প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৬২। সুয়েজখাল কোন দুটি সাগরকে সংযুক্ত করছে?
উত্তরঃ ভূমদ্যসাগর ওলোহিত সাগর।
৬৩। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মার্ক জুকারবার্গ।
৬৪। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর জেলায়।
৬৫। অসমাপ্ত আত্মজীবনীর লেখক কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৬। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরীক্ষামূলকভাবে কর্য্যক্রম শুরু করে কবে?
উত্তরঃ ৪ সেপ্টেম্বর ২০১৮ সালে।
৬৭। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৮। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৬৮। বাংলার ভেনিস বলা হয় কাকে?
উত্তরঃ বরিশালকে।
৬৯। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ বcV ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ হালদা নদী।
৭০। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জয়লাভ করে কোন দেশের নারী
ক্রিকেট দল?
উত্তরঃ বাংলাদেশ।
চাকরির খবর ও নোটিশ পেতে আমাদের ফেইজবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন । অন্যান্য সব তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন ।