সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান | PDF Download

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান mcq

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকের বিশেষ আয়োজন। আজকের আয়োজনে থাকছে পদ্মা সেতু সম্পর্কিত ৭০টির বেশি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর। আশা করছি প্রিয় পাঠক বৃন্দ আজকের এই পোস্টটি থেকে আপনারা পদ্মা সেতু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য: পদ্মা সেতু সম্পর্কিত এই পোস্টটির তথ্য গুলো বিভিন্ন অনলাইন ও অফলাইন মাধ্যম থেকে সংগ্রহ করা। এই পোস্টটিতে যদি কোনো ভূলত্রটি থাকে তাহলে আমাদের ফেইজবুক পেজের মাধ্যমে জানাবেন। সঠিকতা যাচাই করে সংশোধন করবো ইনশাল্লাহ।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

০১. পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পটির নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ৷

২. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ফুট?
উত্তর :২০,২০০ ফুট বা ৬.১৫ কিলোমিটার

৩. পদ্মা সেতুর প্রস্থ কত ফুট ?
উত্তর : ১৮.১০ মি বা ৫৯.৪ ফুট ।

৪. পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে সেতুর কোন অংশে ?
উত্তর : নিচ তলায় ৷

৫. পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কি. মি.?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।

৬. পদ্মা সেতুর সাথে সংযোগ স্থাপনকারী সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে মোট ১৪ কিলোমিটার।

৭. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন করা হয় কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটার ।

৮. পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে মোট ব্যয় করা কত টাকা?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা ।

৯. পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় করা হয় কত টাকা?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা ।

১০. পদ্মা সেতু প্রকল্পে জনবল নিয়োগ করা কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার জন।

১১. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলারের সংখ্যা কতটি?
উত্তর : ৮১টি ।

১২.পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ফুট?
উত্তর : ৬০ ফুট ।

১৩. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কয় ফুট?
উত্তর : ৩৮৩ ফুট

১৪.পদ্মা সেতুতে প্রতিটি পিলারের জন্য পাইলিং সংখ্যা কতটি?
উত্তর : ৬টি

১৫. পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সেতুটির মোট পাইলিং সংখ্যা কয়টি?
উত্তর : ২৬৪ টি

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান mcq

১৬. পদ্মা সেতু নির্মাণে ব্যাবহৃত উপকরণ গুলো কি কি?
উত্তর : কংক্রিট ও স্টিল।

১৭.দক্ষিণাঞ্চলের জনগনের সুবিধার জন্য পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা

১৮. পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট ৷

১৯. নির্মিত পদ্মা সেতুর পিলার সংখ্যা কয়টি?
উত্তর : ৪২টি ।

২০. পদ্মা সেতু প্রকল্পটিতে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

২১. পদ্মা সেতুর নকশা করেন কোন প্রতিষ্ঠান?
উত্তর: এ.ই.সি.ও.এম (AECOM – Aecom Technology Corporation)

২২. পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটিতে সেতুটি নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি ছিল?
উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কো: লি:।’

২৩. পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কখন?
উত্তর: ৭ ডিসেম্বর ২০১৪ সাল ।

২৪. পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের ?
উত্তর: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ।

২৫. পদ্মা সেতুর স্থানাঙ্ক কত ছিল?
উত্তর: ২৩.৪৪৬০ডি.উ: এবং ৯০.২৬২৩ডি.পূ:

২৬. পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা কয়টি?
উত্তর: ৪১ টি ।

২৭. সর্বপ্রথম স্প্যানটি কত তারিখে বসানো হয়?
উত্তর: ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে ।

২৮. সর্বশেষ স্প্যানটি কত তারিখে বসানো হয়?
উত্তর: ১০ ডিসেম্বর ২০২০ সালে ।

২৯. সর্বশেষ নির্মিত স্প্যানটি কত নম্বর পিলারের উপর বসানো হয়েছিল?
উত্তর: ১২ এবং ১৩ নং পিলারের উপর

৩০. প্রতিটা স্প্যানের দৈর্ঘ্য কয় মিটার ছিল?
উত্তর: ১৫০ মি: ।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান pdf

৩১.পদ্মা সেতুর ফলে জিডিপি কত শতাংশ বেড়ে যাবে?
উত্তর: ১.২ শতাংশ ।

৩২. বিশ্বের দীর্ঘতম সেতু গুলোর ভিতরে পদ্মা সেতুর স্থান কততম?
উত্তর: ১১ তম দীর্ঘ সেতু।

৩৩. পদ্মা সেতুর চুক্তি কত তারিখ স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৭ জুন ২০১৪ সালে।

৩৪. পদ্মা সেতু কত মাত্রার ভূমিকম্প সহনশীল ক্ষমতা রয়েছে ?
উত্তর: ৯ ।

৩৫. পদ্মা সেতুর আয়ুকাল কত বছর ধরা হয়েছে?
উত্তর: ১০০ বছর।

৩৬. সম্প্রতি নির্মিত পদ্মা সেতুটির ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট।

৩৭. সম্প্রতি নির্মিত পদ্মা সেতুটির অবস্থান কোথায়?
উত্তর: মুন্সিগঞ্জের লৌহজংয়ে এবং শরিয়তপুর ও মাদারীপুর পদ্মা নদীতে।

৩৮. সম্প্রতি নির্মিত পদ্মা সেতু প্রকল্লটিতে নদীশাসন করতে খরচ হয় কত টাকা?
উত্তর: মোট ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

৩৯ . পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শেষ হয় কবে?
বা পদ্মা সেতুর কাজ শেষ হয় কবে?
উত্তর : মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩০ জুন।(সুত্র: ঢাকা পোস্ট)

৪০: পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংস্থান আছে?
উত্তর: ডুয়েল গেজ সিংগেল লাইন

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর:

৪১. পদ্মা সেতুতে কী ধরনের রেল লাইনের সংস্থান আছে?
উত্তর: ডুয়েল গেজ সিংগেল লাইন

৪২. সম্প্রতি নির্মিত পদ্মা সেতুটির সরকারি নাম কী রাখা হয়?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু বা Padma Multipurpose Bridge

৪৩: পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি নির্মানের জন্য কত হেক্টর জমি অধিগ্রহণ করা হয়?
উত্তর: ৯১৮ হেক্টর (প্রায়)

৪৪: সম্প্রতি নির্মাণ করা পদ্মা সেতুর পাইলের ব্যাস কত?
উত্তর: ৩ মিটার
৪৫. সর্বশেষ নির্মাণ করা পদ্মা সেতুর পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য কয় মিটার?
উত্তর: ১২৮ মিটার

৪৬: পদ্মা সেতু নির্মাণকারী প্রকৌশলীদের ভিতরে একমাত্র বাঙ্গালী নারী প্রকৌশলীর নাম কি?
উত্তর: ‘ইশরাত জাহান ইশি’।

৪৭: সর্বশেষ নির্মাণ করা পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয় সেতুর কোথায়?
উত্তর: নিচ তলায়

৪৮: পদ্মা সেতু নির্মাণের ফলে ঢাকার সাথে দেশের কয়টি জেলা সংযুক্ত হয়েছে?
উত্তর: ২১টি

৪৯: সম্প্রতি নির্মিত পদ্মা সেতুটির কারণে দেশে প্রতিবছর কত শতাংশ জিডিপি বাড়বে?
উত্তর: ১.২ শতাংশ

৫০: বাংলাদেশের সবচেয়ে বড় বা দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর:‘পদ্মা সেতু’।

৫১: পদ্মা সেতু নির্মাণের পূর্বে প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয় কত সালে?
উত্তর: ১৯৯৯ সালে।

৫১: পদ্মা সেতু নির্মাণের পূর্বে চূড়ান্ত প্রাক-সম্ভাব্যতা যাচাই করা কত সালে?
উত্তর:২০০৫ সালে।

৫২: পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপতি হয় কবে?
উত্তর: ২০০১ সালের ৪ জুলাই।

৫৩.পদ্মা সেতুর ভিত্তি প্রস্তরের স্থপতি কে?
উত্তর:তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫৪: পদ্মা বহুমূখী সেতু প্রকল্পটিতে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করে কখন?
উত্তর: ২৮ এপ্রিল ২০০৯

৫৫.পদ্মা বহুমূখী সেতু প্রকল্পটিতে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করে কবে?
উত্তর: ১০ অক্টোবর ২০১১

৫৬: সম্প্রতি নির্মাণ করা পদ্মা সেতুতে অর্থায়ন করেছে কোন দেশ?
উত্তর: নিজেস্ব অর্থায়ন

৫৭.মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তকে সংযুক্ত করেছে কোন সেতু?
উত্তর: পদ্মা সেতু

৫৮.সম্প্রতি নির্মাণ শেষ হওয়া পদ্মা সেতু করতে কতদিন সময় লেগেছে?
উত্তর: ২ হাজার ৭৬৮ দিন।

৫৯. পদ্মা সেতুতে কয়টি ল্যাম্পপোস্ট রয়েছে?
উত্তর: ৪২৫ টি

৬০. পদ্মা সেতুর নদীশাসন করতে কতগুলো জিও ব্যাগ‌ ব্যবহার করা হয়?
উত্তর: প্রায় ২ কোটি ১৭ লক্ষ

আরো পড়ুনঃ

৬১. পদ্মা বহুমূখী সেতু প্রকল্পটিতে কত টন রড ব্যবহার কর হয়?
উত্তর: প্রায় ১ লক্ষ ৮ হাজার টন

৬২.পদ্মা বহুমূখী সেতু প্রকল্পটিতে কত টন সিমেন্ট ব্যবহৃত করা হয়?
উত্তর: প্রায় ৭ লক্ষ টন।

৬৩.পদ্মা বহুমূখী সেতু প্রকল্পটিতে কত টন স্টিল ব্যবহার করা হয়েছে?
উত্তর: প্রায় ২ লক্ষ ৮৯ হাজার টন

৬৪.পদ্মা বহুমূখী সেতু প্রকল্পটিতে কত সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে?
উত্তর: পদ্মা সেতুতে ভূমিকম্প সহনীয় বিশেষ ধরনের ৯৬ সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে, এর নাম ডাবল কারভেচার ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং’।

৬৫. সম্প্রতি নির্মাণ করা পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোথায়?
উত্তর: পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় হংকংয়ে।

৬৬. মূলত পদ্মা সেতুটি কয়টি লেন বিশিষ্ট?
উত্তর: ৪ লেন বিশিষ্ট।

৬৭.পদ্মা বহুমূখী সেতু প্রকল্পটির বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে ছিলেন?
উত্তর:অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

৬৮.পদ্মা সেতুটি নির্মাণ করতে কয়টি দেশের উপকরণ ব্যবহার করা হয়?
উত্তর: ৬০ টি

৬৯. পদ্মা সেতুটি নির্মাণ করতে কয়টি দেশের মেধা ও শ্রম কাজে লাগানো হয়?
উত্তর:২০ টি

৭০. পদ্মা বহুমূখী সেতু প্রকল্পটির সেতুর নির্মাণ কাজ শুরু করা হয় কখন?
উত্তর: ২৬ নভেম্বর ২০১৪।

৭১.পদ্মা বহুমূখী সেতু প্রকল্পটির সেতুটি উদ্বোধন হয় করা হয় কবে?
উত্তর: ২৫ জুন, ২০২২।
৭২.পদ্মা সেতু উদ্বোধন করেন কে?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭৩.প্রশ্ন: পদ্মা সেতুতে প্রথম টোল দেন কে?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

PDF Download

চাকরির খবর ও নোটিশ পেতে আমাদের ফেইজবুক পেজটি ফলো করুন  ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন । অন্যান্য সব তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথে থাকুন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button